দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু করতে হয় ক্রিকেটারদের। তেমনই দলের প্রয়োজনে অনেক সময় একজন ব্যাটারকেও বল করতে দেখা যায়। তবে এবার ঘটলো এক ভিন্ন কীর্তি। যেখানে শুধু ব্যাটার নয় বরং উইকেট কিপারকেও করতে হয়েছে বোলিং। স্বীকৃত ক্রিকেট দলের এগারো জনই বল করার এক নতুন নজির দেখল ক্রিকেট বিশ্ব।
ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফির এবারের আসরে সৃষ্টি হচ্ছে দারুণ সব রেকর্ডের। কিছুদিন আগে উর্ভিল প্যাটেলের রেকর্ড গড়া সেঞ্চুরির পর এবার দলের ১১ জনের বোলিং করার রেকর্ডের জন্ম হলো এই টুর্নামেন্টে। দিল্লি ও মণিপুরের এক ম্যাচে ঘটেছে এই কীর্তি। মূলত স্বীকৃত টি-টোয়েন্টিতে দলের ১১ জনেরই বোলিং করার রেকর্ড এই প্রথম।
আজ (শুক্রবার) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ‘সি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় মণিপুর ও দিল্লি। সেখানে আগে ব্যাট করতে নেমে দিল্লির বোলিং তোপে মণিপুর শুরু থেকেই ধুঁকতে থাকে। শুরুর পাঁচ ব্যাটারের কেউই পৌঁছাতে পারেনি দুই অঙ্কের ঘরে। শেষ পর্যন্ত অধিনায়ক রেক্স রাজকুমারের ২৩, আহমেদ শাহের ৩২ এবং কিশান সিংহের ১৪ রানে ভর করে ৮ উইকেটে ১২০ তোলে মণিপুর। দিল্লির হয়ে হার্শ তিয়াগি ও দিগভেশ রাঠি ২টি করে এবং আয়ুশ বাদোনি এবং প্রিয়ানশ আরিয়া ১টি করে উইকেট নেন।
আরও পড়ুন:
» মিরপুরে রিকশায় চড়লেন আইরিশ নারী ক্রিকেটাররা
» বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের দিন প্রকাশ করল বিসিবি
এদিন দিল্লির হয়ে কোনো বোলারই ৪ ওভার বোলিং করার সুযোগ পায়নি। দলের পাঁচজন বোলার বল করেছে এক ওভার করে। বাকি ৬ জনের তিনজন ৩ ওভার এবং অন্য তিনজন ২ ওভার করে বোলিং করেছেন।
স্বীকৃত ক্রিকেটে অভিষেক হওয়ার ১২তম ম্যাচে এসে প্রথমবার বোলিং করেন উইকেটরক্ষক ব্যাটার আনুজ রাওয়াত। দিয়েছেন একওভারে ১৪ রান। এছাড়া স্বীকৃত ক্রিকেটে প্রথমবার বল হাতে তুলে নেন ইয়াশ ডুল ও আইপিএল নিলামে নজরকাড়া প্রিয়ানশ আরিয়া। এছাড়াও একটি করে ওভার করেছেন ব্যাটার আরিয়া রানা, আখিল চৌধুরী, দিগভেশ রাঠি এবং অভিষিক্ত আয়ুশ সিং।
১২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় পায় দিল্লি। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৫৯ রান করেন ইয়াশ ডুল। ৮টি চার এবং ১টি ছক্কায় গড়া তাঁর এই ইনিংস। মনিপুরের হয়ে সর্বোচ্চ দুইটি উইকেট নেন বিশ্বজিৎ কনথৌজাম।
এর আগে কখনও স্বীকৃত ক্রিকেটে ৯জনের বেশি খেলোয়াড়ের বোলিং করার রেকর্ড ছিল না। ৯জন খেলোয়াড় বোলিং করার রেকর্ড রয়েছে রয়েছে ৩২ বার।
উল্লেখ্য, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এবারের আসরে ‘সি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে দিল্লি। ফলে সর্বোচ্চ ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে দলটি। অন্যদিকে ৪ ম্যাচের সবকটিতেই হেরে ‘সি’ গ্রুপের সবার নিচে অবস্থান করছে মণিপুর।
ক্রিফোস্পোর্টস/২৯নভেম্বর২৪/এসআর/বিটি