বিশ্বকাপে প্রথম ম্যাচেই আফগানদের ৬ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছিল সাকিবরা। তবে উড়ন্ত সূচনা করা টিম টাইগারদের মাটিতে নামতে বেশি দিন সময় লাগলো না। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছ ধরাশায়ী হয়েছে সাকিব-মিরাজরা।
আর এতেই প্রথম ম্যাচ জয়ের পর টেবিলের তালিকায় পাওয়া সুখবর হাওয়ায় মিলিয়ে গেল। ইংলিশদের বিপক্ষে ১৩৭ রানের বিশাল হারে টেবিলের ছয়ে গিয়ে ঠেকেছে টিম বাংলাদেশ। শুধু তাই নয়—রান রেট ছুয়েছে রেড লাইন! বাংলাদেশের বর্তমান অবস্থান -০.৬৫৩।
তবে এক ম্যাচ জয়ে বাংলাদেশের ঝুলিতে আছে ২ পয়েন্ট। অপরদিকে টানা দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গতবারের রানার্সআপ নিউজিল্যান্ড। কিউইদের রান রেট ১.৯৬৮।
এদিকে মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রানে থামে ইংলিশদের রানের চাকা।
জবাবে ২২৭ রান তুলতেই সবকটি উইকেট হারিয়ে ফেলে টিম বাংলাদেশ। এতে ১৩৭ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়া ইংল্যান্ড। আসরে এটি তাদের প্রথম জয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর এ জয়ে স্বস্তি ফিরেছে ইংলিশ শিবিরে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ১৩ অক্টোবর দুপুর আড়াইটায়। প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
আরও পড়ুন: ইংল্যান্ডের সঙ্গে হারের কারণ জানালেন সাকিব
ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৩/এমকে/এসএম