দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ (মঙ্গলবার) প্রথম দিন ব্যাটারদের দুই সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ প্রোটিয়াদের দখলে। দিনের তিন সেশনেই আধিপত্য ছিল সফরকারীদের।
চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে প্রোটিয়াদের সংগ্রহ ২ উইকেটে ২০৫ রান। দলটির হয়ে ১৪১ রানে অপরাজিত আছেন প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া টনি ডি জর্জি। এছাড়া ডেভিড বেডিংহ্যাম অপরাজিত আছেন ১৮ রানে। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মার্করাম ও জর্জি উদ্বোধনী জুটিতে ৬৯ রান যোগ করেন। অধিনায়ক মার্করামকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন তাইজুল।
আরও পড়ুন:
» অবসর ঘোষণা করে অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন ওয়েড
» বিসিবির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল
মার্করাম ফিরে যাওয়ার পর ট্রিস্টান স্টাবসকে নিয়ে বেশ শক্তিশালী জুটি গড়েন জর্জি। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি তুলে নেন। জর্জির পাশাপাশি স্টাবসও প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। দলীয় ২৭০ রানের মাথায় স্টাবসকে ফিরিয়ে ২০১ রানের জুটিতে সমাপ্তি ঘটান তাইজুল। প্যাভিলিয়নে ফেরার আগে ১০৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন এই ব্যাটার।
শেষদিকে জর্জি ও বেডিংহ্যাম মিলে আরো ৩৭ রান যোগ করেন। এতে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। বাংলাদেশের পক্ষে তাইজুল ছাড়া আর কোনো বোলার সাফল্যের দেখা পাননি।
ক্রিফোস্পোর্টস/২৯অক্টোবর২৪/বিটি