Connect with us
ক্রিকেট

বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে

BPL - Bangladesh Premier League 2025
বিপিএল প্লেয়ার্স ড্রাফট, এবারের আসরে অংশ নিচ্ছে সাত দল। ছবি- সংগৃহীত

ইতোমধ্যেই শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫  এর প্লেয়ার্স ড্রাফট। ফ্রাঞ্চাইজিগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে এবং শক্তিশালী স্কোয়াড সাজিয়েছে। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সংমিশ্রণে নিজের দলকে পরিপূর্ণ করেছে ফ্রাঞ্চাইজিগুলো। বিপিএল ২০২৫ প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে খেলছেন তা নিয়ে ক্রিকেট সমর্থকদের আগ্রহ তুঙ্গে।

সোমবার (২৪ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিপিএলের ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে পছন্দের খেলোয়াড়দের দলে নিয়েছে সাতটি ফ্রাঞ্চাইজি। ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে।

এবারের বিপিএলে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই বিদেশিদের নেওয়া যাবে। এছাড়া ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। তবে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা মুমিনুল হক দল পাননি। এছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকতও এবারের বিপিএলে দল পাননি।

বিপিএল ২০২৫ এ অংশ নিচ্ছে যে সাত দল

দুর্বার রাজশাহীফরচুন বরিশালঢাকা ক্যাপিটালসচিটাগাং কিংস
খুলনা টাইগার্সসিলেট স্ট্রাইকার্সরংপুর রাইডার্স 

 

BPL 2025 after players' draft

বিপিএল ২০২৫ এর প্লেয়ার্স ড্রাফট। ছবি- বিসিবি

বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে খেলছেন

দুর্বার রাজশাহী

Durbar Rajshahi

দুর্বার রাজশাহী। (Durbar Rajshahi)। ছবি- সংগৃহীত

দেশি : তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।
বিদেশি : সাদ নাসিম, লাহিরু সামারাকুন।
সরাসরি চুক্তি : এনামুল হক বিজয়

আরও পড়ুন

» বিপিএল মাতাতে আসছেন আফ্রিকা ও ইংল্যান্ডের দুই তারকা

» বাংলাদেশকে নিয়ে যেভাবে ছেলেখেলা করলো পান্ডিয়া-স্যামসনরা

» বিপিএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফটে দলগুলো কত খরচ করল?

» এবারের বিপিএলে দল পেলেন না যেসব তারকা ক্রিকেটাররা

» ঢাকাকে না করে রংপুরের ডেরায় নাম লেখালেন বিশ্বকাপজয়ী তারকা

ফরচুন বরিশাল

Fortune Barishal

ফরচুন বরিশাল (Fortune Barishal)। ছবি- সংগৃহীত

দেশি : মাহমুদউল্লাহ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন, রিপন মন্ডল, ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম
বিদেশি : জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার

ঢাকা ক্যাপিটালস

Dhaka Capitals

ঢাকা ক্যাপিটালস (Dhaka Capitals)। ছবি- সংগৃহীত

দেশি : লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাৎ হোসেন দীপু।
বিদেশি : জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি, সাইম আইয়ুব, আমির হামজা।
সরাসরি চুক্তি : মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।

চিটাগাং কিংস

Chittagong Kings

চিটাগাং কিংস (Chittagong Kings)। ছবি- সংগৃহীত

দেশি : শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব
বিদেশি : গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল
সরাসরি চুক্তিতে : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, মইন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও বিনুরা ফার্নান্দো।

খুলনা টাইগার্স

Khulna Tigers

খুলনা টাইগার্স (Khulna Tigers)। ছবি- সংগৃহীত

দেশি : হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।
বিদেশি : মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।
সরাসরি চুক্তি : মেহেদী হাসান মিরাজ।
রিটেইন : আফিফ হোসেন, নাসুম আহমেদ

আরও পড়ুন :

» বিপিএলে কে কতবার শিরোপা জিতেছে

» বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন দল কত পাবে?

» বিপিএল ২০২৪ : কে কত টাকা প্রাইজমানি পেল?

সিলেট স্ট্রাইকার্স

Sylhet Strikers

সিলেট স্ট্রাইকার্স (Sylhet Strikers)। ছবি- সংগৃহীত

দেশি : রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।
বিদেশি : রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।
সরাসরি চুক্তি : জাকের আলী।
রিটেইন : তানজিম হাসান সাকিব, জাকির হাসান।

রংপুর রাইডার্স

Rangpur Riders

রংপুর রাইডার্স (Rangpur Riders)। ছবি- সংগৃহীত

দেশি : নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম, তৌফিক খান।
বিদেশি : অ্যালেক্স হেলস, খুশদিল শাহ, আল্লাহ গজনফর, স্টিভেন রায়ান টেলর, সৌরভ নেত্রবালকার, আকিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার।
সরাসরি চুক্তি : মোহাম্মদ সাইফউদ্দিন

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর ২৪/এইচআই/এজে/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট