Connect with us
ফুটবল

ডি মারিয়ার বিদায় নিয়ে মেয়ের আবেগঘন বার্তা

Daughter's emotional message on Di Maria's farewell
ডি মারিয়াকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে মিয়া। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত কোপা আমেরিকা দিয়ে আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আনহেল ডি মারিয়া। আকাশী-নীলদের সঙ্গে প্রায় ১৭ বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনেছেন এই তারকা। ফাইনালের মঞ্চে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জয় করেই বিদায় নিলেন এই কিংবদন্তি। তার বিদায়ে আর্জেন্টিনার সাদা-নীল আকাশ থেকে যেন এক নক্ষত্রের পতন হয়েছে৷

ডি মারিয়ার বিদায়ে ব্যতীথ হয়েছেন অনেকেই। বিশেষ করে তার দীর্ঘদিনের জাতীয় দলের সঙ্গী লিওনেল মেসি চেয়েছিলেন, ডি মারিয়া যেন তার অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করে আরো কয়েক বছর খেলেন। তবে মেসির আশা পূরণ হয়নি। পূর্ব নির্ধারিত সময়েই দলকে বিদায় জানিয়ে দিয়েছেন ডি মারিয়া।

ডি মারিয়ার বিদায় নিয়ে এক বিশাল আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে মিয়া। ১১ বছর বয়সী মিয়া লিখেছে, প্রিয় বাবা, বিদায়ের দিনটা চলেই এল। আজকের এই দিনটা অনেকেই দেখতে চায়নি। আর্জেন্টিনার হয়ে ১৬ বছরের বেশি সময়ের একটি ক্যারিয়ারের সমাপ্তি হলো। আমি নিশ্চিত যে, তোমার বড় নিন্দুকেরাও এই দিনটি দেখতে চায়নি। তোমাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তবুও তুমি প্রতিনিয়ত স্রোতের প্রতিকূল লড়েছ এবং সফল হয়েছ।

আরও পড়ুন:

» কোটা সংস্কার আন্দোলন নিয়ে তামিমের বার্তা

» রিয়ালে ভিনিসিয়ুসের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা নেই এমবাপ্পের 

ডি মারিয়ার শিরোপা জয়ের কথা স্মরণ করিয়ে তিনি মিয়া লিখেছে, তুমি তোমার সবচেয়ে বড় লক্ষ্যটা অর্জন করেছ। জাতীয় দল ও বিভিন্ন ক্লাবের হয়ে অসংখ্য অবদান রেখেছ। বিশ্বকাপ সহ মোট ৩৪টি শিরোপা জয় করেছ। তোমার জাদুতে স্মরণীয় হয়ে থাকবে ওয়েম্বলি, মারাকানা, কাতার।

মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল করে দলকে শিরোপা জেতান ডি মারিয়া। এরপর কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেন তিনি। এছাড়া ওয়েম্বলিতে ফিনালিসমার ফাইনালেও গোল করে আর্জেন্টিনাকে মূল্যবান শিরোপা জেতাতে ভূমিকা রাখেন এই তারকা। বিদায়বেলায় তার এই কীর্তিগুলোই স্মরণ করিয়ে দিয়েছে তার মেয়ে।

মিয়া আরও বলেন, জাতীয় দলে অনেক বছর খেলার পর বিশ্বকাপের দেখা পেয়েছ। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছ। বিদায়ের সিদ্ধান্ত নিয়ে চিন্তা করো না, তোমার সব সিদ্ধান্তেই আমার সমর্থন থাকবে। বাবা হিসেবে একজন সেরা মানুষ ও সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ । তোমাকে ভালোবাসি বাবা।

ক্রিফোস্পোর্টস/১৮জুলাই২৪/বিটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল