Connect with us
ক্রিকেট

হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা: মাশরাফি

Mashrafi Gaza
হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি

নিষ্পেষিত ফিলিস্তিনিদের জন্য বিশ্বজুড়ে চলছে ক্রন্দন। গাজাবাসীর প্রতি সমর্থন ও ইসরাইলি আগ্রাসন ও হত্যাযজ্ঞের বিরুদ্ধে সোমবার বিশ্বজুড়ে পালিত হয়েছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। সেই কাতারে শামিল হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

সোমবার দিনভর বিশ্বজুড়ে পালিত হয়েছে নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি। এরই অংশ হিসেবে বাংলাদেশেও বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে দখলদার ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সর্বস্তরের মানুষ।

আর মাশরাফিও দিয়েছেন একটি আবেগী স্ট্যাটাস। প্রে ফর গাজা লেখা একটি কার্টুনের ছবি পোস্ট করে সেটার ক্যাপশনে ম্যাশ লিখেছেন, হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা। তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।


আরও পড়ুন

» দুই বছর পর ক্রিকেটে ফিরেই উইকেট পেলেন নাসির

» একই সাথে বিদেশের লিগে খেলতে গেলেন ৬ নারী ফুটবলার


এর আগে আগামী ১২ এপ্রিল ‘মার্চ ফর গাজা’ নামে আরেকটি কর্মসূচির ঘোষণা দেওয়া নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সোমবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কর্মসূচির কথা জানিয়েছেন তিনি।

গাজায় হামলার ছবি জুড়ে দিয়ে করা এক পোস্টে মাহমুদউল্লাহ সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। লিখেছেন, ‘হে আল্লাহ, দয়া করে সাহায্য করুন। হে কারীম, হে রাহমানুর রাহীম, দয়া করে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদের রক্ষাকর্তা, দয়া করে তাদের রক্ষা করুন, তাদেরকে বিজয়ী করুন, আমিন। এটা সহ্য করা যাচ্ছে না, হে রব। আপনি এক ও অদ্বিতীয়, দয়া করে আপনি তাদের রক্ষা করুন হে আল্লাহ!’

উল্লেখ্য, গাজায় ইসরাইলি হামলায় হাজার হাজার নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে প্রতিনিয়ত। এই নৃশংসতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও দৃঢ় অবস্থান নিতে বিশ্বব্যাপী মানুষ বিভিন্ন উপায়ে প্রতিবাদ জানিয়ে আসছে।

ক্রিফোস্পোর্টস/৭এপ্রিল২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট