চ্যাম্পিয়নস লিগে নিজেদের চতুর্থ ম্যাচে ইয়ং বয়েজের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এই আসরে টানা চার জয়ের পাশাপাশি ইউরোপের যেকোনো ধরনের প্রতিযোগিতায় টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড করলো বর্তমান চ্যাম্পিয়নসরা। ম্যাচে হালান্ডের জোড়া গলে ৩-০ গোলের বড় জয় পায় সিটি।
মঙ্গলবার রাতে (৭ নভেম্বর) গ্রুপ ‘জি’ এর ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে ইয়াং বয়েজের মুখোমুখি হয় ম্যানসিটি। ঘরের মাঠে ইয়াং বয়েজদের শুরু থেকেই চেপে ধরে ইংলিশ জয়েন্টরা। ম্যানচেস্টার সিটির হয়ে এই ম্যাচে গোল করেন হালান্ড ও ফিল ফোডেন।
সিটির হয়ে প্রথম গোলটি করেন হালান্ড। ম্যাথিউসকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। প্রথমার্ধের যোগ করার সময়ে একক প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফোডেন।
দ্বিতীয়ার্ধ্বের শুরুতেও আক্রমণ অব্যাহত রাখে সিটি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি এরিয়ার বাইরে থেকে জোরালো শটে জোড়া পূর্ণ করেন হালান্ড। সিটির হয়ে শেষ পাঁচ ম্যাচে সপ্তম গোল করেছেন হালান্ড। ম্যাচে আর কোন গোলের দেখা না হলে ইয়াং বয়েজদের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ চ্যাম্পিয়নসরা।
চার ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’ এর শীর্ষে অবস্থান করছে ম্যানসিটি। সমান ম্যাচ খেলে এক ড্র ও তিন হারে টেবিলের তলানিতে ইয়াং বয়েজ।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও পিএসজিকে হারালো এসি মিলান
ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৩/এসএস/এজে