Connect with us
ফুটবল

পিএসজির অতি লোভে বাধ সাধল ফরাসি ফুটবলারদের ইউনিয়ন

কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে নতুন পরিকল্পনা পিএসজির
এমবাপ্পে ইস্যুতে পিএসজিকে সতর্ক করে বিবৃতি দিয়েছে ইউএনএফপি। ছবি- গুগল

ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে ধরে রাখতে সুজা ও বাকা দুপথেই হেটেছে পেরিস সেন্ট জার্মেই- পিএসজি। তবে কিছুতেই কিছু হয়নি; উল্টো হিতে বিপরীত হয়েছে। নাছোড়বান্দা এমবাপ্পে ক্লাব ছাড়বেনই।

এদিকে ফরাসি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এমবাপ্পের দলছুট ঠেকাতে আগাম চুক্তি নবায়নে চাপসহ বিভিন্ন কৌশল অবলম্বন করেছে পিএসজি। তবে কোনো চাপেই কাজ না হওয়ায় এবার এমবাপ্পেকে বেচে দেওয়ার পরিকল্পনা করছে ফরাসি জায়ান্ট ক্লাবটি।

জানা গেছে, আগামী মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হলে ফ্রি ট্রান্সফারে দলবল করবেন ২৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জনও রয়েছে। তবে এত বড় তারকাকে বিনামূ্ল্যে ছাড়তে রাজি নয় পিএসজি। ক্লাবটির সভাপতি নাসের আল-খেলাইফি এমন বার্তাই দিয়ে রেখেছেন।

অপরদিকে এমবাপ্পেকে নিয়ে পিএসজির অতি লোভে বাধ সাধেছে ফরাসি পেশাদার ফুটবলারদের সংস্থা ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলার্স (ইউএনএফপি)।

শনিবার এক বিবৃতিতে পিএসজিক সতর্ক করে ইউএনএফপি বলেছে, পেশাদার খেলোয়াড়দের কাজের সুষ্ঠু পরিবেশ প্রাপ্য। কোনো কর্মীকে চাপে রাখা, নিয়োগ কর্তার চাওয়া অনুযায়ী কর্মীকে কোনো কিছুতে রাজি হতে বা ছাড়তে বাধ্য করা; এগুলো নৈতিক হয়রানির মধ্যে পড়ে। যা ফরাসি আইনে অত্যন্ত নিন্দনীয়।

প্রসঙ্গত, পিএসজিতে এমবাপ্পের দীর্ঘ ৫ বছরে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলের মুকুট ২৪ বছর বয়সী এই ফরওয়ার্ডের দখলে। এছাড়া এমবাপ্পেতে ভর করে গত ১১ মৌসুমের ৯টিতেই লিগ শিরোপা ঘরে তুলেছে পিএসজি। নিজের ফুটবল মেধা ছাড়িয়ে নিতে, বেশ কয়েকবার ঘর ছাড়তে চেয়েছিলেন এমবাপ্পে। তবে সেবার না হলেও এবার নাছোড়বান্দা তিনি।

আরও পড়ুন: অভিষেক ম্যাচে গোল করে মিয়ামিকে জয় উপহার দিলেন মেসি

ক্রিফোস্পোর্টস/২৪জুলাই২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল