Connect with us
ক্রিকেট

ব্যাট-বলে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচ সেরা মিরাজ

Mehidy Hasan miraz performed with ball and bat
সেঞ্চুরির পর পাঁচ উইকেট শিকার করলেন মিরাজ। ছবি- সংগৃহীত

চট্টগ্রামের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বুধবার জিম্বাবুয়েকে ইনিংস এবং ১০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ। বড় জয়ের এই ম্যাচে ব্যাট বল উভয় হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

বিশাল এই জয়ের ম্যাচে একাধিক কীর্তি গড়েছেন এই টাইগার অলরাউন্ডার। ম্যাচে নিজেদের প্রথম এবং একমাত্র ইনিংসে দারুন এক সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এতে করে বিশ্বের ২৬তম ক্রিকেটার হিসেবে টেস্টে ২০০০ রান ও ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মিরাজ।

তার ১৬২ বলে ১০৪ রানের দারুন এক ইনিংসে ভর করে বড় লিড পায় বাংলাদেশ। এরপর বল হাতেও জিম্বাবুয়েকে বেকায়দায় ফেলেন মিরাজ। শিকার করেন প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট। এক টেস্টে সেঞ্চুরি ও ফাইফার তুলে নেয়া তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার বনে যান তিনি। এতে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

আরও পড়ুন:

» জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিলো বাংলাদেশ

» চার বছর পর মিরাজের সেঞ্চুরিতে অভিনন্দন জানালেন তামিম

দলের জয়ের ম্যাচে এমন অবিশ্বাস্য অলরাউন্ড পারফর্ম করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচ শেষে সম্প্রচার মাধ্যমকে তিনি বলেন, ‘ভালো লাগছে। প্রথম ম্যাচ আমরা হেরেছিলাম, তাই আমাদের এই ম্যাচ জিততেই হতো। আমরা দলগতভাবে খেলা এবং জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম।’

এর আগে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে ৬ উইকেট শিকার করেছিলেন তাইজুল ইসলাম। ফলে ২২৭ রান সংগ্রহ করতে পেরেছিল সফলকারীরা। বিপরীতে মিরাজ এবং সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভর করে ৪৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। বড় ব্যবধানে পিছিয়ে থাকা ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি জিম্বাবুয়ে।

ক্রিফোস্পোর্টস/৩০ এপ্রিল২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট