আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। পরবর্তীতে স্ক্যান করে জানা যায় আঙুলে চিড় ধরেছে তার। এতে করে আগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছিলেন মুশফিক। এবার জানা গেছে আসন্ন ওয়ানডে সিরিজেও ফেরা হবেনা এই উইকেট রক্ষক ব্যাটারের।
এদিকে মুশফিকুর রহিমকে নিয়ে দুঃসংবাদ থাকলেও রয়েছে কিছুটা স্বস্তির খবর। কুচকির চোটে মাঠের বাইরে থাকা টাইগারদের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। গতকাল শনিবার বিসিবির এক সূত্রমতে এসব তথ্য জানা গেছে।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে উইকেট কিপিং করতে গিয়ে আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। শুরুতে বিষয়টি গুরুতর কিছু মনে করা না হলেও পরবর্তীতে তা দুঃসংবাদের কারণ হয়ে দাঁড়ায়। চোটের কারণে সেই ম্যাচে ব্যাটিং অর্ডার পিছিয়ে সাত নম্বরে উইকেটে এসেছিলেন তিনি। পরবর্তী ছিটকে যান মুশফিক।
আরও পড়ুন:
» হাসান মাহমুদের নতুন কীর্তি, অভিষেকের বছরেই ভাঙলেন রেকর্ড
» শেষ বিকেলে বাংলাদেশের ধাক্কা, আজ ঘুরে দাঁড়াতে পারবে মিরাজরা?
এদিকে চোটের কারনে বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তবে নিজেকে ফিট করে আবারো মাঠে ফিরছেন তিনি। ইতোমধ্যে গ্লোবাল সুপার লিগে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন সাকিব। সেই টুর্নামেন্ট শেষ করেই ওয়ানডে সিরিজে যোগ দিতে পারেন তিনি।
প্রসঙ্গত, পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল যেখানে প্রথমে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা যার প্রথমটি অ্যান্টিগায় চলমান রয়েছে। এরপরেই আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে এরপর সংক্ষিপ্ত ফরমেটের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৪/এফএএস