গত মৌসুমে সাফল্যের পর নতুন মৌসুমের শুরুটা আশানুরূপ হয়নি রিয়াল মাদ্রিদের। মৌসুমের শুরুতেই কিছুটা হোঁচট খায় লস ব্লাঙ্কোসরা। তবে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। কিন্তু মৌসুমের পর এল ক্ল্যাসিকোর পরই এলোমেলো ক্লাবটি।
এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হেরে যায় রিয়াল মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়ন্স লিগেও ঘরের মাঠে এসি মিলানের কাছে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে কার্লো আনচেলত্তির দল।
তাছাড়া গুঞ্জন রয়েছে, তারকাখচিত এই দলটির ড্রেসিংরুমেও নানা সমস্যা চলছে। মূলত ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের লেফট উইং পজিশন নিয়ে বিপাকে পড়েছে ক্লাবটি। এই দুই তারকা একই পজিশনে খেলে থাকেন। তবে আনচেলত্তির অধীনে লেফট উইংয়ে খেলছেন ভিনি।
আরও পড়ুন:
» রোনালদোদের কাছে হেরে চাকরি হারালেন আর্জেন্টাইন কোচ
» সিরিজে সমতা ফেরানোর ম্যাচে মুশফিকের বিকল্প কে?
অন্যদিকে স্ট্রাইকার পজিশনে খেলছেন এমবাপ্পে। যার ফলে এই ফরাসি তারকা রিয়ালের হয়ে এখনো নিজের সেরাটা দিতে পারেননি। এছাড়া জুড বেলিংহামও এই মৌসুমে ব্যর্থ। দলের ফর্মেশন মেলাতে গিয়ে ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে হয় তাকে। এতে করে গত মৌসুমে ২৩ গোল করা এই ইংলিশ তারকা এই মৌসুমে এখনো গোলশূন্য।
সবমিলিয়ে বিপাকে পড়েছে রিয়াল মাদ্রিদ। এরই মধ্যে আনচেলত্তিকে বহিষ্কারের গুঞ্জনও উঠেছে। স্পেনের মার্কাসহ একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, কার্লো আনচেলত্তিকে বহিষ্কার করতে পারে রিয়াল মাদ্রিদ। যদিও মৌসুমের মাঝপথে নাকি মৌসুম শেষে তা অনিশ্চিত।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড বলছে, পুরো মৌসুম শেষেই বিদায় করা হবে আনচেলত্তিকে। সেক্ষেত্রে নতুন কোচ হিসেবে যোগ দিবে লেভারকুসেনকে বুন্দেসলিগা জেতানো কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার জাবি আলোনসো।
তবে গোল ডটকম বলছে, মৌসুমের মাঝপথেই আনচেলত্তিকে বহিষ্কার করতে পারে রিয়াল। এমনকি আনচেলত্তির বিকল্প কোচও তাদের পরিকল্পনায় রয়েছে। সেক্ষেত্রে কোচের ভূমিকায় আসতে পারেন রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেস। বর্তমানে রিয়াল মাদ্রিদের ‘বি’ টিমের দায়িত্বে রয়েছেন তিনি। এছাড়া আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলারিও রিয়ালের রাডারে রয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৭নভেম্বর২৪/বিটি