রিয়াল মাদ্রিদের বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া গত কয়েক মাস বাম পায়ের এসিএল ইনজুরিতে পড়ায় খেলার বাইরে ছিলেন। গত বছরের আগস্ট মাসে চোটে পড়ার পর তাই তাকে আর রিয়ালের গোল বারের নিচে দাঁড়াতে দেখা যায়নি। দীর্ঘ সাত মাস পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফেরার কথা ছিল রিয়াল গোলরক্ষকের।
গতকাল (মঙ্গলবার) ক্লাবে ট্রেনিংয়ের সময় ডান পায়ের হাটুর মেনিস্কাস ছিঁড়ে গেছে কোর্তোয়ার। ফলে নতুন করে আবারও কয়েক সপ্তাহের জন্য খেলার বাইরে ছিটকে গেলেন রিয়ালের গোল বারের অতন্দ্র প্রহরী। বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার ট্রেনিং শেষে তার হাঁটুতে এমআরআই স্ক্যান করালে বিষয়টি নিয়ে নিশ্চিত হওয়া যায়। রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে জানায়, ‘আজ আমাদের গোলরক্ষক থিবো কোর্তোয়ার হাঁটুতে পরীক্ষার পর আমরা নিশ্চিত হয়েছি, তার ডান হাঁটুতে অভ্যন্তরীণ মেনিস্কাস ফেটে গেছে।’
লস ব্লাঙ্কোসদের জন্য থিবোর নতুন করে চোটে পড়াটা বড় একটি দুঃসংবাদ। কারণ মার্চের দ্বিতীয় সপ্তাহেই রিয়ালের চ্যাম্পিয়নস লিগের মহারণে ম্যান সিটির বিপক্ষে ম্যাচে তার খেলার কথা ছিল। রিয়ালের ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এডার মিলিতাও ও গোলরক্ষক কর্তোয়া চোটে পড়ে কয়েক মাস যাবত খেলার বাইরে আছেন। গত শুক্রবার সংবাদ সম্মেলনে রিয়াল বস আনচেলত্তি এই দু’জনকেই ম্যান সিটির বিপক্ষে ম্যাচে খেলানোর ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন।
আনচেলত্তি আরও জানান, আন্তর্জাতিক বিরতির সময় আমাদের পরিকল্পনা ছিল এই দু’জনকে রিয়ালের যুব দলের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচে খেলিয়ে তারপর মূল দলে খেলানো।
শুক্রবার সংবাদ সম্মেলনে রিয়াল বস বলেছিলেন, ‘তারা (মিলিতাও এবং কোর্তোয়া) সাধারণ ট্রেনিং সেশন শেষ করে এখন দলের সাথে কাজ শুরু করেছে। আমি মনে করি সিটির বিপক্ষে খেলতে তারা প্রস্তুত। আসলে ৩১ মার্চ লিগে এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচেই দু’জনকে পাওয়া যাবে। কিন্তু তাদের নিয়ে আমরা কোন প্রকার ঝুঁকি নিতে চাই না।’
চেলসিতে থাকাকালীন দুইটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও একটি লিগ কাপ জিতে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন কোর্তোয়া। রিয়ালের সবশেষ চ্যাম্পিয়নস লিগ জয়ের রাতেও ম্যাচ সেরা হন এই বেলজিয়ান বাজপাখি। প্যারিসে লিভারপুলের বিপক্ষে সেই ফাইনালে মোট ৯ টি সেইভ দিয়েছিলেন কোর্তোয়া। ফলে রিয়ালও রেকর্ড ১৪ তম বারের মত ইউরোপ সেরার মুকুট মাথায় পড়ে।
কোর্তোয়ার ইনজুরির পর লস ব্লাঙ্কোসদের মূল দলে তখন শুধু ইউক্রেনীয় গোলরক্ষক আন্দ্রে লুনিন ছিল। পরে অবশ্য মৌসুমের বাকি সময়ের জন্য চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা আরিজাবালাগাকে ধারে দলে নিয়ে আসে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু কোর্তোয়ার অবর্তমানে লুনিনই অনেক দিন ধরে রিয়ালের গোলরক্ষক হিসেবে আশার প্রতীক হয়ে আছেন।
আরও পড়ুন: ক্লপ নাকি মরিনহো, বায়ার্নের পরবর্তী কোচ কে হচ্ছেন?
ক্রিফোস্পোর্টস/২০মার্চ২৪/এমএস/এমটি