Connect with us
ফুটবল

৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন লিভারপুল ডিফেন্ডার

footballer
জোয়েল মাতিপ। ছবি : সংগৃহীত

লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছিলেন সেই মে মাসেই। মৌসুম শেষে পাননি কোনো নতুন ক্লাব। তাই মাত্র ৩৩ বছর বয়সেই পেশাদার ফুটবলকে বিদায় জানালেন জার্মান বংশোদ্ভূত সাবেক ক্যামেরুন ডিফেন্ডার জোয়েল মাতিপ।

২০০৯ সালে জার্মানির ক্লাব শালকের মধ্য দিয়ে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে মাতিপের। ৭ বছর পর ২০১৬ সালে লিভারপুলে নাম লেখান মাতিপ।

টানা আট মৌসুম অ্যানফিল্ডের ক্লাবে খেলে একটি করে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগসহ মোট ছয়টি শিরোপা জিতেছেন মাতিপ।

চলতি বছরের মে মাসে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন মাতিপ। ২০২৩ সালের ডিসেম্বরে এসিএলের চোটে পড়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকে। মাতিপের ফুটবল ছাড়া নিয়ে লিভারপুলও নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দেন।

লিভারপুলের বিবৃতিতে লেখা হয়, ‘মাতিপ লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগে ফেরাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ২০১৬ সালে ফ্রী ট্রান্সফারে শালকে ছেড়ে ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুলে যোগদান করেন এবং দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। ২০১৯ সালে চ্যাম্পিয়নস লিগ জেতাতে অগ্রন্য। মাতিপের পরিবারের জন্য শুভকামনা জানিয়েছেন লিভারপুল কতৃপক্ষ।’

মাতিপ মূলত একজন ডিফেন্ডার হলেও আট মৌসুমে ২০০ এর বেশি ম্যাচ খেলে লিভারপুলের হয়ে গোল করেছেন ১১ টি। অ্যাসিস্ট করেছেন ৬টি তে। ক্যারিয়ারে জাতীয় দল ক্যামেরুনের হয়ে খেলেছেন ২৭ টি ম্যাচ।

আরো পড়ুন : বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র!

ক্রিফোস্পোর্টস/১২অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল