Connect with us
ক্রিকেট

চট্টগ্রামের হারের কারণ ব্যাখ্যা করলেন তুষার ইমরান

Tushar Imran
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের কোচ তুষার ইমরান। ছবি- ভিডিও থেকে সংগৃহীত

বিপিএলের শুরুটা ভালো করলেও শেষ পাঁচ ম্যাচের চারটিতে হেরে নিজেদের সেমির লড়াই কিছুটা জটিল করে তুলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। গেল রাতে সাকিবের নৈপূণ্যে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরেছে তুষার ইমরানের শিষ্যরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন এসে কথা বলেছেন চট্টগ্রামের কোচ তুষার।

ম্যাচ হারের বিষয়ে শেষের দিকে বাজে বোলিংকে দায়ী করলেন দলের কোচ তুষার ইমরান। ডেথ ওভারে রান কম দিলে হার এড়ানো সম্ভব ছিল বলেই মনে করেন তিনি, ‘দেখুন প্রথম ১০ ওভারের মধ্যে কিন্তু আমরা ভালো অবস্থানে থাকি। ডেথে গিয়ে আমরা একটু খরুচে হয়ে যাচ্ছি।’

তুষার ইমরান মনে করেন ডেথ ওভারে বোলিংয়ের উন্নতি করা গেলে কঠিন ম্যাচ গুলোতে ভালো করতে পারবে দল। তবে ডেথ বোলিং নিয়ে বাড়তি কাজ করা সুযোগ পাচ্ছে না তারা, ‘আমার কাছে মনে হয় সমস্যাটা এখানেই, আমরা ডেথ ওভারে গিয়ে পারছি না। একটু যদি সময় পাইতাম আমার মনে হয় উন্নতি করা যেত।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয় যে, সময় এতটা কম যে বোলারদের নিয়ে কাজ করাও খুব একটা সম্ভব না। আজকে একটা খেলা গেল কালকে আরেকটা খেলা এরপর ২ দিন ব্রেক দিয়ে আরেকটা ম্যাচ। স্পেসিফিক জায়গা নিয়ে যদি কাজ করতে চান তাহলে একটু সময় তো দিতে হবে।’

তবে ম্যাচ হারলেও আফসোস নেই তুষারের। তিনি বলেন, ‘কাদের সাথে হেরেছি সেটা দেখা উচিত আসলে। চ্যাম্পিয়ন টিম, রানারআপ টিম এবারের বিপিএলে রংপুর রাইডার্স আর কুমিল্লা তারপর বরিশাল। আমরা বরিশালের সাথে দুই ম্যাচ জিতেছি এবং এখানে দুইটা ম্যাচ হেরেছি। রংপুরের কাছেও হারলাম, কুমিল্লার কাছেও হারলাম।’

এদিকে রংপুরের বিপক্ষে আজ বেশি রান দেয়ায় চাপে পড়েছে দল সেটাও বললেন, ‘আজকে আমার কাছে মনে হয় একটু বেশি রান হয়ে গেছে। আসলে ১৮৭ রান অনেক। যদি ১৭০-১৭৫ রানের মধ্যে আটকাতে পারতাম তাহলে সম্ভব ছিল। আমরা শুরুটা ভালো করতে পারিনি। যদি শুরুটা ভালো করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় আশা থাকত।’

আরও পড়ুন: সাকিব আল হাসান: যার কাছে শেষ বলে হয়তো কিছু নেই!

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট