নেদারল্যান্ডস ম্যাচের আগে স্বস্তির খবর বাংলাদেশ দলে

বিশ্বকাপে টানা হারের ব্যর্থতা থেকে বের হওয়ার মোক্ষম সুযোগের সামনে বাংলাদেশ। 

bd-20231024140828

আগামীকাল (শনিবার) কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ষষ্ঠ ম্যাচে দ্বিতীয় জয়ের আশায় মাঠে নামছে সাকিব বাহিনী।

-7-20231022165554

দুই ম্যাচ পর চোট কাটিয়ে তাসকিন আহমেদের ফেরা কিছুটা হলেও স্বস্তি দেবে বাংলাদেশ শিবিরে।

Team bangladesh

এর আগে কাঁধের পুরনো চোট ফিরে আসায় সর্বশেষ দুই ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হয়নি তাসকিনের। 

shoib-alii-samakal-653505914637d

ধারণা করা হয়, খরুচে বোলিংয়ের সাথে কাঁধের চোট নিয়ে অস্বস্তিও এর অন্যতম কারণ।

Raskin

তবে বাংলাদেশের এই গতি তারকা ডাচদের বিপক্ষে খেলার জন্য এখন ফিট। 

Team bangladesh

এ তথ্য তাসকিন নিজেই জানিয়েছেন আজ ম্যাচ পূ্র্ব সংবাদ সম্মেলনে এসে। 

Team bangladesh

সাকিবের পর তাসকিনের ফেরায় বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এখন পুরোপুরি চোটমুক্ত।

Shakib al hasan

এতে সামনের ম্যাচগুলোতে টাইগারদের বোলিং ইউনিটে শক্তি আরও বাড়বে।

Shakib al hasan