মুস্তাফিজকে যেভাবে রেখে দিতে পারে চেন্নাই

মুস্তাফিজকে যেভাবে রেখে দিতে পারে চেন্নাই

আইপিএল-২০২৫ সামনে রেখে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এর আগে ফ্রাঞ্চাইজিগুলো ৬ জন ক্রিকেটারকে রেখে দিতে পারবে।

৩১ অক্টোবরের আগেই সেই তালিকা প্রকাশ করতে হবে। বাকিদের নিলামের সময় রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারবে।

আগামী আসর সামনে রেখে চেন্নাই যাদের ধরে রাখতে পারে এর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

প্রথম পছন্দ (১৮ কোটি রুপি) রুতুরাজ গায়কোয়াড়। দ্বিতীয় পছন্দ (১৪ কোটি) শিবম দুবে। 

তৃতীয় পছন্দ (১১ কোটি) মাথিশা পাথিরানা। চতুর্থ পছন্দ (১৮ কোটি) রবীন্দ্র জাদেজা।

ঘরোয়া ক্রিকেটার (৪ কোটি) মহেন্দ্র সিংহ ধোনি। রাইট টু ম্যাচ কার্ড ১ জন। 

আগের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ভেড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত আসরে দুই কোটি রুপি ভিত্তি মূল্যে চেন্নাইতে খেলেছিলেন বাংলাদেশি এ পেসার।

সেবার চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচে ২২.৭১ গড় আর ৯.২৬ ইকোনমিতে ১৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। 

চেন্নাইয়ের হয়ে আসরে দ্বিতীয় সফল বোলারও ছিলেন বাঁ-হাতি এই পেস বোলার।