আর্জেন্টিনার হয়ে যতগুলো  ফাইনাল খেলেছেন  লিওনেল মেসি 

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শুরুটা ছিল খুবই বেমানান।

২০০৫ সালে ১৭ আগস্ট আকাশি-নীলদের হয়ে নিজের অভিষেক ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন মেসি। 

হাঙ্গেরির বিপক্ষে এক ফ্রেন্ডলি ম্যাচে বদলি হিসেবে নামার ৪৫ সেকেন্ড পরেই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। 

তখন হয়ত কেউ ভাবেনি লাল কার্ড দিয়ে ক্যারিয়ার শুরু করা এই তরুণই একদিন বিশ্ব ফুটবলে রাজত্ব করবে।

লাল কার্ড দিয়ে ক্যারিয়ার শুরু করা মেসিই এখন আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা।

আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা ১০৯টি। এছাড়া যুবদলের হয়েও উজ্জ্বল ছিলেন তরুণ মেসি। 

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলগত অনেক সাফল্যও বয়ে এনেছেন এই মহাতারকা। 

কাতার বিশ্বকাপ জয় তার সাফল্যের পালকে সবচেয়ে বড় মুকুট

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ৯টি ফাইনাল খেলে ৫টি শিরোপা জিতেছেন রোজারিও শহর থেকে উঠে আসা এই ফুটবলার।