বিশ্বকাপে নতুন রেকর্ডে নাম লেখালেন মুশফিক
বিশ্বকাপে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে হাজার রানের মাইলফলকে পৌঁছালেন মুশফিকুর রহিম।
আজ ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে খেলতে নেমে এই কীর্তি গড়েন টাইগার উইকেট কিপার ব্যাটসম্যান।
প্রথম বাংলাদেশি হিসেবে এই রেকর্ডে নাম তুলেছিলেন সাকিব আল হাসান।
হাজার রানের ক্লাবে নাম উঠাতে মুশফিকের দরকার ছিল মাত্র ৪ রান।
ভারতের বিপক্ষে আজ ৩৮ রানের ইনিংস খেলার পথেই এই কীর্তি গড়ে ফেলেন তিনি।
এই রেকর্ডে পৌঁছাতে ৩৪ ইনিংস ব্যাট করতে হয়েছে মুশিকে।
মজার বিষয় হলো, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে হাজার রান করা সাকিব এবং মুশফিক দুজনেরই ২০০৭ বিশ্বকাপে একসঙ্গে অভিষেক হয়।
দুজনেরই এটি পঞ্চম বিশ্বকাপ আসর।
দুজনেই আজকের ম্যাচের আগে বিশ্বকাপে সমান সংখ্যাক ম্যাচ খেলেছেন।
বিশ্বকাপে এখন পর্যন্ত এক হাজারের মাইলফলকে বিশ্বের মোট ২২ জন ক্রিকেটার পৌঁছেছেন।