ভারতের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে পাকিস্তান।
সেখানে লংকানদের দেয়া ৩৪৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে দুর্দান্ত এক জয় তুলে নেয় তারা।
পাকিস্তানের হয়ে দুই সেঞ্চুরিয়ান আব্দুল্লাহ শফিক ১১৩ রান করে আউট হলেও মোহাম্মদ রিজওয়ান ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন।
বিশ্বকাপে পাওয়া নিজের এই ঐতিহাসিক সেঞ্চুরি রিজওয়ান গাজার মানুষের প্রতি উৎসর্গ করেছেন।
ফিলিস্তিনের মানুষের প্রতি বছরের পর বছর ধরে ইসরায়েলের যে অত্যাচার তার জবাব দিতে গত শনিবার অকস্মাৎ ইসরায়েলের উপর হামলা করে বসে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস।
স্থল ও আকাশপথে চালানো এ হামলায় ইসরায়েলের কয়েকশ লোক নিহত এবং দুই হাজারের বেশি আহত হন।
জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালায় এবং গাজায় খাদ্য, বিদ্যৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়।
বর্তমানে গাজায় প্রায় ২৩ লক্ষ মানুষ ভীষণ দুর্দশার মধ্যে জীবন কাটাচ্ছেন।
ইসরায়েলের হামলায় ফিলিস্তিনেরও কয়েকশ লোক নিহত হয়েছেন। টুইটারে রিজওয়ান লিখেছেন, ‘গাজার ভাই-বোনদের জন্য আমার এই সেঞ্চুরি উৎসর্গ করলাম।’