একসময় বিশ্ব ক্রিকেটে বেশ আধিপত্য ছিল জিম্বাবুয়ের। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেটা হারিয়ে গেছে। জিম্বাবুয়ের সেই সোনালি দিনগুলো এখন শুধু অতীত। তবে ব্যর্থতা ভুলে পুনরায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আফ্রিকার এই দেশটি। যে কারণে নিয়মিত ঘরের মাঠে তুলনামূলক শক্তিশালী দেশগুলোর সঙ্গে সিরিজ আয়োজন করছে জিম্বাবুয়ে।
এই ধারাবাহিকতায় এবার তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তবে সফরকারীদের বিপক্ষে সাদা বলে সিরিজে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টিতে ২-১ এবং ওয়ানডেতে ২-০ ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তবে টেস্ট সিরিজ দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন ক্রেগ আরবাইনের দল।
বুলাওয়েতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৮৬ রান করেছে জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে এক রেকর্ডও গড়েছে দলটি। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে এটাই সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড। এর আগে এই রেকর্ড ভারতের দখলে ছিল।
টেস্ট ক্রিকেটে বেশিদিন হয়নি আফগানিস্তানের। ২০১৮ সালের জুনে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে যাত্রা শুরু করেন রশিদ খানরা। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ৪৭৪ রান তুলেছিল ভারত। এতদিন পর্যন্ত এটাই ছিল আফগানদের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ দলীয় রান।
আরও পড়ুন:
» ৭০ বছর পর স্টেডিয়ামের নাম বদলাতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ
» ইতিহাসের তৃতীয় ব্যাটার হিসেবে বাবরের বিশেষ রেকর্ড
জিম্বাবুয়ে ও ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি শ্রীলঙ্কার দখলে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংসে ৪৩৯ রান তুলেছিল লঙ্কানরা। আর লঙ্কানদের পরেই অবস্থান বাংলাদেশের। ২০২৩ সালের জুনে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেট ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল টাইগাররা। তবে ইনিংস ঘোষণা না করলে বাংলাদেশের সামনে ভারতকে পেছনে ফেলার বড় সুযোগ ছিল। যদিও ম্যাচটি সহজেই জিতে নিয়েছিল টাইগাররা।
এদিকে জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যেও সর্বোচ্চ দলীয় রানের রেকর্ডটি এখন জিম্বাবুয়ের দখলে। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেটে ৫৪৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল আফগানরা। তবে সেই রেকর্ড ভেঙে জিম্বাবুয়ের ৫৮৬ রান এখন সর্বোচ্চ।
উল্লেখ্য, জিম্বাবুয়ে ছাড়া কোনো দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার সুযোগ হয়নি জিম্বাবুয়ের। এর আগে ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল তারা। সেই সিরিজটি ১-১ এ ড্র হয়েছিল। এবার দ্বিতীয়বারের মতো দুই ম্যাচের সিরিজ খেলছে আফগানরা।
ক্রিফোস্পোর্টস/২৭ডিসেম্বর২৪/বিটি