বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে শুরু হলেও বৃষ্টি কারণে ম্যাচ দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। এই টেস্ট শেষ হতে না হতেই আইসিসি থেকে সুখবর পেলো বাংলাদেশ।
আজ আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিল প্রকাশিত হয়েছে। এই পয়েন্ট টেবিলে ছয়ে থেকে পাঁচে উঠে এসেছে বাংলাদেশ। মূলত গলে অনুষ্ঠিত হওয়া দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কা বিপক্ষে ইনিংস এবং ১৫৪ রানে হারার কারণে বাংলাদেশ পয়েন্ট টেবিলে সামনের দিকে এগিয়ে এসেছে।
নিউজিল্যান্ড এই টেস্ট হারার কারণে পয়েন্ট টেবিলের চারে থেকে সাতে নেমে গিয়েছে। কিউইদের জয়ের হার ৩৭.৬০%। অন্যদিকে বাংলাদেশের জয়ের হার ৩৯.২৯%।
আরও পড়ুন: আইপিএল থেকে বড় দুঃসংবাদ পেল বিদেশি ক্রিকেটাররা
৭১.৬৭% জয় নিয়ে এই তালিকার শীর্ষে অবস্থান করছে ভারত। তালিকার দ্বিতীয় অবস্থানে আছে অস্ট্রেলিয়া। অজিদের জয় ৬২.৫%। ৫৫.৫৬% জয় নিয়ে তৃতীয় অবস্থানে আছে শ্রীলঙ্কা। গলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েও অবস্থানের পরিবর্তন হয় লঙ্কানদের। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ইংল্যান্ড ও বাংলাদেশ। সপ্তম অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। তাদের হার ৩৮.৮৯। আগের মতোই টেবিলের তলানিতে রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৪/এইচআই