Connect with us
ক্রিকেট

সুন্দরের ৭ উইকেট, গাভাস্কার ‘ভুল’ প্রমানিত

indian crickter
ওয়াশিংটন সুন্দর। ছবি : সংগৃহীত

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লজ্জার হার বরণ করতে হয়েছে টিম ইন্ডিয়ার। তাই দ্বিতীয় টেস্টের স্কোয়াডে আনা হয় বেশ কিছু পরিবর্তন। সেই ধারাবাহিকতায় পুনে টেস্টের স্কোয়াডে রাখা হয় ওয়াশিংটন সুন্দরকে। সুযোগ পেয়ে যান সেরা একাদশে খেলারও। তবে ম্যাচের আগে তাঁকে দলে রাখাকে মোটেও ভালোভাবে নেননি সাবেক কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার।

মূলত ওয়াশিংটন সুন্দরকে দলে না নিয়ে কুলদীপ সুযোগ দেওয়ার পক্ষে ছিলেন গাভাস্কার। কিন্তু যাকে নিয়ে গাভাস্কারের আপত্তি ছিল সেই সুন্দর ই ৭ উইকেট নিয়ে ম্যাচের মোমেন্টাম পাল্টে দেয়। দিন শেষে আগে কিউইদের ইনিংস শেষ করে দেন এই বোলার। যদিও পরে নিজের সুরও পাল্টেছেন সুনীল।

সবশেষ লাল বলের ক্রিকেটে সুন্দরকে দেখা গিয়েছিল তিন বছর আগে। এই দীর্ঘসময় পেরিয়ে লাল বলে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন তিনি। ৫৯ রানে ৭ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ইতি ঘটান ২৫৯ রানে। টেস্টে এটাই সুন্দরের সেরা স্পেল। এখন পর্যন্ত ওয়াশিংটন সুন্দর এই ম্যাচের আগে খেলেছেন ৪ টি টেস্ট সেখানে উইকেট নিয়েছেন ৬ টি। আর আজকে এক ইনিংসে নিলেন ৭ উইকেট।

প্রথম টেস্ট হারের পর রোহিত স্বীকার করেছিলো যে তাঁরা দল নির্বাচন এবং টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তটি ভুল নিয়েছিলেন। যদিও এবার সেই ভুল সিদ্ধান্ত থেকে পাওয়া শিক্ষা থেকে এবার সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন। তাই তো দ্বিতীয় টেস্টে একসাথে অশ্বিন ও সুন্দরকে একসাথে খেলিয়ে দিলেন। যদিও হতাশ না করে কিউই ব্যাটারদের বিপক্ষে দুজন সফল হয়েছেন। সুন্দরের ৭ উইকেট নেওয়ার পর বাকি ৩ উইকেট অশ্বিনের ঝুলিতে যোগ হয়।

এদিকে পুনে টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। জাসপ্রিত বুমরাহ এবং আকাশ দীপকে চাপে রেখে শুরুটাও ভালো করেছিলো কিউই ওপেনাররা। তবে অশ্বিন বলে আসতেই ধাক্কা খায় কিউইরা। দুই ওপেনারকে হারিয়ে ফেলে তাঁরা। টম লাথাম, ডেভন কনওয়ে এবং উইল ইয়ংয়ের উইকেট নিজের করে নেন অশ্বিন। এরপর সুন্দরের অনবদ্য বোলিংয়ের বিনিময়ে ৭ উইকেট পাওয়া।

যদিও ২ উইকেট পড়ার পর রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল ধাক্কা সামলানোর চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায় সুন্দরের স্পিন ঘুর্ণিতে। ১৯৭ রানে ২ উইকেট থাকা কিউইদের ইনিংস থামে ২৫৯ রানে। অর্থাৎ মাত্র ৬২ রানে ৮ উইকেট হারায় নিউজিল্যান্ড। যার মধ্যে ৭ টাই নেন ওয়াশিংটন সুন্দর। যে সুন্দরের স্কোয়াডে থাকারই কথা ছিলো না সেই সুন্দরই এখন দলের অন্যতম কারিগর।

দিনের শেষ বিকালে রান তাড়া করতে নেমে উইকেট হারায় ভারতও। অধিনায়ক রোহিত শর্মা দ্রুত ফিরে গেলে ক্রিজে আছেন শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল। ১৬ রানে ১ উইকেট হারিয়ে দিন শেষ করেছে ভারত। সিরিজ বাঁচাতে এই টেস্ট জেতার বিকল্প নেই ভারতের সামনে।

আরো পড়ুন : সহজ স্বীকারোক্তি দিয়ে ম্যাচ হারের দায় এড়ালেন শান্ত

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট