Connect with us
ক্রিকেট

সাকিবের লিগের নিলামে এবার ১০ বাংলাদেশি ক্রিকেটারের নাম

Bangladesh T20 Team
বিগ ব্যাশ নিলামে ১০ বাংলাদেশির নাম। ছবি - সংগৃহীত

বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ। এই লিগে এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে কেবল সাকিব আল হাসানই খেলতে পেরেছেন। আর কোনো ক্রিকেটারের এখনো বিগ ব্যাশে খেলার সুযেগ হয়নি। তবে আসন্ন আসরের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের মোট ১০ জন ক্রিকেটার।

তবে সবশেষ ২০১৫ সালে টুর্নামেন্টটিতে খেলা সাকিবের এবারের নিলামে নাম নেই। এই টুর্নামেন্টে সাকিব অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের হয়ে মোট ৬ টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। এখন দেখার পালা, সাকিবের পরে আর কোনো বাংলাদেশি অস্ট্রেলিয়ান এই লিগে খেলার সুযোগ পায় কি না।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিলামে থাকা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে নারী-পুরুষ মিলিয়ে বাংলাদেশের মোট ১০ জনের নাম থাকলেও তালিকায় নেই সাকিব আল হাসানের নাম। ৯ জন পুরুষ ক্রিকেটারের বিপরীতে একমাত্র নারী ক্রিকেটার হিসেবে আছেন পেসার জাহানারা আলম।

নিলামে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে আছেন ৪ জন – তানজিদ হাসান, রনি তালুকদার, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। স্পিনারদের মধ্যে আছেন রিশাদ হোসেন ও তাইজুল ইসলামে। পেসারদের মধ্যে তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন নিলামে নাম তুলেছেন। আর একমাত্র অলরাউন্ডার হিসেবে মোহাম্মদ সাইফুদ্দিনের নাম রয়েছে।

আসন্ন নিলামে মোট ৩০ টি দেশের ক্রিকেটাররা নাম লিখিয়েছেন৷ এর মধ্যে পুরুষ ক্রিকেটার আছেন ৪৩২ জন আর নারী ক্রিকেটার আছেন ১৬১ জন।

নারী বিগ ব্যাশ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২৭ অক্টোবর আর ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। আর ছেলেদের টুর্নামেন্ট শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। এবারের নিলামে মোট ৩০ টি দেশের খেলোয়াড়েরা নাম লিখিয়েছেন৷

ক্রিফোস্পোর্টস/২৯আগস্ট২৪/এমএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট