Connect with us
ফুটবল

মোহামেডানকে হারিয়ে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন ১০ জনের কিংস

মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। ছবি- সংগৃহীত

ম্যাচে ১০ জনের দলে পরিণত হয়ে এবং ১-০ গোলে পিছিয়ে থাকার পরও তৃতীয় বারের মত স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে শেষ বাঁশি বাজতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ২-১ গোলের ব্যবধানে ফাইনালটি জিতে নেয় কিংস।

গোপালগঞ্জের স্টেডিয়ামটিতে আজ যেন দর্শকদের ঢল নেমেছিল। টান টান উত্তেজনার ম্যাচে দর্শকদেরও হতাশ করেনি দল দুটি। উপভোগ্য একটি ম্যাচই উপহার দিয়েছে দেশের ফুটবলের ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং জায়ান্ট বসুন্ধরা কিংস।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে শক্তিশালী বসুন্ধরা কিংস। আর আজও যথারীতি সেই সুলেমানে দিয়াবাতেই ছিল মোহামেডানের আক্রমণের মূল ভরসা। দিয়াবাতেও শুরু থেকেই ডান দিক দিয়ে আক্রমণে যাচ্ছিলেন, কিন্তু সোহেল রানার কড়া পাহারার দরুণ খুব একটা সুবিধা করতে পারছিলেন না।

ম্যাচের চতুর্থ মিনিটে গোলের ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন কিংসের রফিকুল ইসলাম। চতুর্দশ মিনিটে কিংসের রবিনহোর বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট আটকে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। প্রথমার্ধ গোল শূণ্য ড্র’তেই শেষ হয়।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধেই যেন সব উত্তেজনার পারদ জমা ছিল। ম্যাচের দ্বিতীয়ার্ধে জমে ওঠে স্বাধীনতা কাপের ফাইনাল। দ্বিতীয়ার্ধ শুরুর কিছুক্ষণ পরই কিংসের উইঙ্গার রফিকুল ইসলাম লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় তারা। মোহামেডানের ফুটবলার ওমর বাবুকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। প্রতিপক্ষের দশ জনে পরিণত হওয়ার সুযোগ কাজে লাগাতে মোগামেডান সময় নেয় মাত্র এক মিনিট। মোজাফফরের কর্ণার কিকে হেডে বল জালে জড়ান এমানুয়েল সানডে।

অবশ্য দশ জনের দল নিয়ে ম্যাচে পিছিয়ে পড়েও কামব্যাক করতে বেশি সময় লাগেনি কিংসের। পিছিয়ে পড়ার দুই মিনিট পরই উইঙ্গার রাকিব হোসেনের গোলে ম্যাচে ফেরে বসুন্ধরা। ম্যাচে ফিরেই নিজেদের রক্ষণ সামলে খেলতে থাকে তারা। রক্ষণ সামলে বারবার আক্রমণে উঠলেও বারবার খেই হারাচ্ছিলো রবিনহোরা।

অবশেষে ৮৬ মিনিটে ম্যাচ জয়ী গোলটি আসে ব্রাজিলের দরিয়েতনের পা থেকে। ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্টের পর এবার আর প্রতিপক্ষের জাল খুঁজে পেতে ভুল করেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাকি সময়ে আর কোন গোল না হওয়ায় ২-১ ব্যবধানে ফাইনাল জিতে নেয় বিপিএল চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন: এশিয়া কাপ জয়ী যুবাদের নিয়ে যে পরিকল্পনা বিসিবির

ক্রিফোস্পোর্টস/১৮ডিসেম্বর২৩/এমএস/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল