Connect with us
ক্রিকেট

পাপনসহ বিসিবির ১১ পরিচালক হারালেন তাদের সদস্যপদ

papon and bcb board members
পাপন ও তার বোর্ড মেম্বার। ছবি- সংগৃহীত

গেল পাঁচ আগস্ট দেশের সরকার পতনের পর বেশ রদবদল এসেছে ক্রিকেট পাড়ায়ও। রাজনীতির সঙ্গে জড়িত ক্রিকেট বোর্ডের একাধিক কর্মকর্তা ও পরিচালক নিজেদের আড়ালে রেখেছেন। এদিকে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোন পরিচালক বিনা নোটিশে পরপর তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়।

সেই নিয়ম অনুযায়ী গতকাল বিসিবির বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে ১১ পরিচালকের পদ শূন্য হয়েছে। এই সদস্যগন বাদে তিন পরিচালক নিজেদের পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন। এছাড়া আলমগীর হোসেন মারা যাওয়ায় বিসিবির মোট ১৫ পরিচালক পদ এখন রয়েছে শূন্য। গতকাল বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানিয়েছে বিসিবি।

এখানে টানা তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকা পরিচালকদের মধ্যে রয়েছেন সাবেক বোর্ড সভাপতি নাজমুল হোসেন পাপনসহ, তানভীর আহমেদ টিটু, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, আ জ ম নাছির উদ্দীন, শেখ সোহেল, গাজী গোলাম মোর্ত্তজা, শফিউল আলম চৌধুরী নাদেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের ও অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন:

» চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনসহ আজকের খেলা (৩১ অক্টোবর ২৪)

» এবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাফজয়ীদের

» বোলিং প্রান্তের উইকেটের পেছনে ফিল্ডার: এই বিষয়ে আইসিসির নিয়ম কী?

এদিকে আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও এনায়েত হোসেন। তাই এই তিনজনের পরিচালক পদও শূন্য ঘোষণা করা হয়েছে। পরিচালকদের এই পদ পূরণে আগামী এক সপ্তাহের মধ্যে কার্যনির্বাহী কমিটি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিসিবির বর্তমান সভাপতি ফারুক আহমেদ।

প্রসঙ্গত, এর আগে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছুদিন আড়ালে থেকে বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। তারপর আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ড নির্বাচনে জয়ী হয়ে বিসিবি প্রধানের দায়িত্বে আছেন সাবেক বোর্ড কর্মকর্তা ও টাইগার ক্রিকেটার ফারুক আহমেদ।

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট