Connect with us
ক্রিকেট

আইপিএলে ১৪ বছরের বৈভব সূর্যবংশীর বিশ্বরেকর্ড

Vaibhav Suryavanshi
বৈভব সূর্যবংশী। ছবি- সংগৃহীত

আকাশে না থাকলেও, জয়পুরের মাটিতে নেমেছিল এক তাণ্ডবঝড় — নাম বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সেই এই কিশোর প্রমাণ করে দিলেন, প্রতিভা আর আত্মবিশ্বাস থাকলে বয়স শুধুই একটি সংখ্যা। গুজরাট টাইটান্সের বিপক্ষে দুরন্ত ইনিংস খেলে রাজস্থান রয়্যালসকে এনে দিলেন এক ঐতিহাসিক জয়।

আইপিএলের ইতিহাসে বৈভব সূর্যবংশী গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি হয়ে উঠেছেন আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক। রাজস্থানের হয়ে ৩৮ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিংসে ছিল ৭টি চার ও ১১টি বিশাল ছক্কা।

শুধু তাই নয়, ১৪ বছর ৩২ দিন বয়সে শতরান করে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডও নিজের করে নিলেন বৈভব। এই কীর্তি ভেঙে দিল বিজয় জোলের পুরনো রেকর্ড (১৮ বছর ১১৮ দিন)।


আরও পড়ুন

» যে কীর্তিতে ওয়াসিম আকরামকে পেছনে ফেলেছেন তাইজুল

» ব্রাজিলের নতুন মিশনে আনচেলত্তি? আরও যা জানা গেল


আইপিএলের নিলামে রাজস্থান রয়্যালস যখন ১ কোটি ১০ লাখ টাকায় বিহারের এই অখ্যাত কিশোরকে দলে নেয়, অনেকেই বিস্মিত হয়েছিলেন। তবে কোচ রাহুল দ্রাবিড়ের আস্থা যে যথার্থ ছিল, তা অভিষেক ম্যাচেই প্রমাণ করে দিলেন বৈভব। শার্দূল ঠাকুরকে প্রথম বলেই ছক্কা মেরে নিজের আগমনের বার্তা দেন তিনি। এরপর গুজরাটের ইশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ থেকে শুরু করে রশিদ খান— কাউকেই রেহাই দেননি।

গুজরাট টাইটান্সের ২১০ রানের বিশাল লক্ষ্যে নেমে রাজস্থান উদ্বোধনী জুটিতে মাত্র ১১.৫ ওভারে তোলে ১৬৬ রান। ওপেনিংয়ে বৈভবের সঙ্গী যশস্বী জয়সওয়ালও (৪০ বলে ৭০) দারুণ খেলেন, তবে বৈভবের ঝড়ে তাঁর ইনিংসও অনেকটা ম্লান হয়ে যায়। শেষ পর্যন্ত রাজস্থান ১৫.৫ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।

ম্যাচ সেরা নির্বাচিত হন বৈভব সূর্যবংশী। পুরো ক্রিকেটবিশ্ব এখন তাকিয়ে রয়েছে ভারতের উদীয়মান এই বিস্ময় প্রতিভার দিকে।

ক্রিফোস্পোর্টস/২৯এপ্রিল২৫/আইএএইচআর/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট