Connect with us
ক্রিকেট

মিরপুরে একদিনে পড়ল ১৬ উইকেট, যা বললেন রাবাদা

Kagiso Rabada
প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। ছবি- সংগৃহীত

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আজ সোমবার (২১ অক্টোবর) মুখোমুখি হয় বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। মিরপুরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। অন্যদিকে প্রথম দিনের সমাপ্তির আগে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলেছে প্রোটিয়ারা।

মিরপুর টেস্টের প্রথম দিনে সবমিলিয়ে ১৬ উইকেট পড়েছে। তবে মিরপুরের উইকেটে এমন ঘটনা নতুন কিছু নয়। এই মাঠে সর্বশেষ টেস্টেই একদিনে সর্বোচ্চ ১৫ উইকেট পড়েছিল। তাই উইকেটের এমন আচরণ অনেকটা প্রত্যাশিতই ছিল।

তবে উইকেটের আচরণ দেখে অবাক হয়েছেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। তারা ভেবেছিলেন উইকেটে অনেক টার্ন থাকবে এবং এতে শুধু স্পিনাররা সুবিধা পাবেন। তবে এমনটা হয়নি। এই স্পিনারদের পাশাপাশি পেসাররাও বেশ সুবিধা পেয়েছেন। ১৬ উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছেন ৯ টি এবং পেসাররা নিয়েছেন ৭টি।

আরও পড়ুন:

» অবশেষে মাঠে ফিরছেন এবাদত হোসেন

» যে গাছটা যত উঁচু, সে গাছে বাতাসটাও বেশি লাগে : সাকিব  

» মেসিকে শুভকামনা জানিয়ে যা বললেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো

ম্যাচশেষে রাবাদা বলেন, ‘উইকেটের আচরণ দেখে আমরা অনেক অবাক হয়েছি । আমরা ভেবেছিলাম টার্নিং উইকেট হবে। তবে নতুন বলে মুভমেন্ট ছিল। তবে খুব বেশি সুইং হয়নি। স্পিনারদের জন্য টার্ন হয়েছে, সিমারদের জন্য সিমও হয়েছে। এটা আমাদেরকে অবাক করেছে। তবে নেটেও এরকম উইকেট ছিল।’

মিরপুরে প্রথম দিন ছিল বোলারদের। কোনো দলের ব্যাটাররাই ইনিংস লম্বা করতে পারেননি। তাই রাবাদা চান ব্যাটিং-বোলিং দুই বিভাগই যেন সমান সুযোগ সুবিধা পায়, ‘টেস্ট ক্রিকেটে ভারসাম্য বজায় রাখাটা বেশ জরুরি। এতে ব্যাট এবং বলের মাঝে লড়াইটা সমানে-সমানে হবে। আপনারা হয়ত বলতে পারেন যে বোলিং ইউনিট ভালো বল করেনি বা ব্যাটিং ইউনিট ভালো ব্যাট করেনি এবং এখানে এমন ভারসাম্যটাই দরকার।’

এছাড়া প্রথম দিনে ১৬ উইকেট পতনের প্রসঙ্গে রাবাদা বলেন, ‘আমার কাছে মনে হয় এক দিনে ১৬ উইকেট পড়ে যাওয়াটা বোলারদেরই বেশি সাহায্য করছে। তবে টেস্ট ক্রিকেটে ব্যাট-বলে সমান সমান লড়াই দরকার। যেখানে বোলাররা ভালো করতে পারলে উইকেট পাবে এবং ব্যাটাররাও ভালো ব্যাট করতে পারলে রান পাবে।’-যোগ করেন তিনি।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট