Connect with us
ফুটবল

২০২৩ সালে সর্বোচ্চ গোলের মুকুট রোনালদোর, সেরা চারে আর যারা

Highest Goal scorer
২০২৩ ব্যাপী ছিল ফুটবলের মহাযজ্ঞ। ছবি- সংগৃহীত

ইউরো বাছাই পর্ব, প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা-লিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা সৌদি প্রো লিগ—২০২৩ ব্যাপী ছিল ফুটবলের মহাযজ্ঞ। ইউরোপীয় ফুটবল রাজত্বের মুকুট পরতে এরই মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে লড়ছেন কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন ও আর্লিং হলান্ডরা।

অন্যদিকে এশিয়ান ফুটবলে বরাবরের মতোই চলছে ক্রিস্টিয়ানো রোনালদোর রাজত্ব৷ সৌদি প্রো লীগে রীতিমতো উড়ছেন পর্তুগিজ সুপারস্টার৷ সবমিলিয়ে ২০২৩ সালে জাতীয় দল ও ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মুকুট এবার তার দখলে।

এক নজরে ২০২৩ সালের সর্বোচ্চ চার গোলদাতা

ক্রিস্টিয়ানো রোনালদো

মাত্র একমাস পরে পা রাখবেন ৩৯ বছরে৷ তাতে কি? একটা গোটা প্রজন্মকে মাতিয়ে রাখা এই ফুটবলারের কাছে বয়সটা এখনো নিছক সংখ্যা৷ মাঠের খেলায় কখনো বয়সের ছাপ মেলেনি। ইউরোপ ছেড়ে এশিয়ান ফুটবলে আসার পর সিআর সেভেনের ক্যারিয়ারের উপসংহার টেনেছিলেন অনেক ফুটবল বোদ্ধরা৷ তবে সবাইকে বরাবরের মতো এবারও ভুল প্রমাণ করলেন তিনি৷

ইউরোপের সর্বোচ্চ পর্যায় মাতিয়ে আসা রোনালদো সৌদি প্রো লিগে দেখাচ্ছেন একের পর এক ঝলক। ২০২৩ সর্বাধিক গোলদাতার মুকুট এখন তার দখলে৷ গত ২৬ ডিসেম্বর রাতে সৌদি প্রো লিগে আল ইত্তিহাদের বিপক্ষে ৬৮ মিনিটে জোড়া গোল করে ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে পৌঁছে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৫৮ ম্যাচে ৫৩টি গোল করেন পর্তুগিজ ফুটবল সম্রাট৷

Ronaldo, Mbappe, heriken and holland

রোনালদো, এমবাপ্পে, হ্যারি কেন ও হলান্ড। ছবি- সংগৃহীত

আরও পড়ুন :

» আল নাসরের জয়ের রাতে রোনালদোর অনন্য কীর্তি

» লিগ ওয়ানের সেরা হয়ে রেকর্ড গড়লেন এমবাপ্পে

কিলিয়ান এমবাপ্পে

গতি, ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং—যেন এক কম্বো প্যাকেজ; কিলিয়ান এমবাপ্পে। প্রতিপক্ষের ডিফেন্ডারদের কাছে তিনি এক দুঃস্বপ্নের নাম৷ ২০২৩ সালেও ব্যতিক্রম নয় ২৫ বছর বয়সী ফরাসি এ ফরওয়ার্ড৷ ইউরোপের অন্যতম শীর্ষস্থানীয় লিগ ওয়ানে ফরাসি ক্লাব পিএসজি ও ফ্রান্স জাতীয় দলের হয়ে সর্বমোট ৫৩ ম্যাচে ৫২টি গোল করে ২০২৩ সালের সর্বোচ্চ গোল দাতার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি।

হ্যারি কেন

গত গ্রীষ্মে ১০০ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে টটেনহ্যাম হটস্পার থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছেন হ্যারি কেন। প্রিমিয়ার লীগের মতো বুন্দেসলিগাও দুর্দান্ত সময় পার করছেন এই ইংলিশ ফুটবলার। রীতিমতো গোল উৎসবে মত্ত থাকা হ্যারি কেন চলতি বছর জাতীয় দল ও বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের হয়ে মোট ৫৭ ম্যাচে করেন ৫২টি গোল৷

আর্লিং হলান্ড

রোনালদোকে ছাড়িয়ে ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা শুধুমাত্র হলান্ডের সামনেই রয়েছে। বায়ার্ন মিউনিখ বা পিএসজি কেউই আগামী বছরের আগে ম্যাচ খেলবে না। ফলে এমবাপ্পে বা হ্যারি কেন কারোই সুযোগ নেই সর্বোচ্চ গোলদাতার মুকুট পরার। কিন্তু পায়ের চোটের কারণে এখনো নীল-সাদাদের হয়ে মাঠে নামতে পারছেন না হলান্ড৷ চোটের কারণে অনুপস্থিত ছিলেন ফ্লুমিনেন্সের বিপক্ষে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ও প্রিমিয়ার লীগের বেশ কয়েকটি ম্যাচে৷ সর্বশেষ গত ২৭ ডিসেম্বর এভারটনের বিপক্ষে ঘরের মাঠেও খেলতে পারেননি আর্লিং হলান্ড৷ তবু চলতি বছরে জাতীয় দল ও ক্লাবের হয়ে ৬০ ম্যাচে করেছেন ৫০টি গোল৷

আগামী ৩০ ডিসেম্বর ঘরের মাঠে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে দিয়ে শেষ হবে ম্যানচেস্টারের সিটির চলতি বছর৷ রোনালদোকে টপকে শীর্ষ গোলদাতার মুকুট পরতে হলে হলান্ডকে এ ম্যাচে করতে হবে ৪ গোল।

তবে আগামী বছরের জানুয়ারির আগে হলান্ডের মাঠে ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম।

আরও পড়ুন : 

» বর্তমান ব্রাজিলকে দেখলে পেলেও কষ্ট পেতেন: এডিনহো

» ম্যানসিটির জয়ের দিনে অনন্য এক রেকর্ড গড়লেন হলান্ড

ক্রিফোস্পোর্টস/২৮ডিসেম্বর২৩/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল