নারী ফুটবল বিশ্বকাপে ইতিহাস গড়লো স্পেন। প্রথমবার বিশ্বকাপ শিরোপা ছোঁয়ার অনুভূতি পেলো স্পেন নারী ফুটবল দল।
ফাইনাল খেলা দুই দলের সামনেই ছিল ইতিহাস গড়ার সুযোগ। কারণ প্রথমবারের মতো ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে পা রেখেছিলো ইংল্যান্ড ও স্পেন। তবে, লড়াইয়ে ১-০ গোলে জিতে ইতিহাস গড়লো স্পেনের নারীরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ১৫ তম মিনিটে ইংল্যান্ডের লরেন হ্যাম্পের শট বারে লেগে ফিরে আসে। ১৮ তম মিনিটে পারাল্লুয়েলার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন ইংলিশ গোলরক্ষক মার্টি ইয়ার্পস। ২২ তম মিনিটে স্পেনের আরও একটি ভালো আক্রমণ ইংলিশ গোলরক্ষক আটকে দেন।
অবশেষে আসে সেই মুহূর্ত। ম্যাচের ২৯ তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন ওলগা কারমনা। এরপর বেশকিছু বিপজ্জনক আক্রমণ করেও সমতা ফেরাতে পারেনি ইংলিশরা। উল্টো বিরতির ঠিক আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় স্পেন। তবে স্প্যানিশ স্ট্রাইকারের শট গোলবারে লাগলে সে সুযোগ হারায় স্পেন।
বিশ্বকাপের সপ্তম ফুটবলার হিসেবে সেমিফাইনাল ও ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন ওলগা কারমনা। এছাড়া পঞ্চম দল হিসেবে স্পেন নারীদের ফুটবল বিশ্বকাপ জিতেছে।
এর আগে যুক্তরাষ্ট্র সর্বাধিক চারবার নারীদের ফিফা বিশ্বকাপ জিতেছে। জার্মানি দু’বার ঘরে তুলেছে বিশ্বকাপের শিরোপা। বিশ্বকাপের সোনালি শিরোপা হাতে উঠেছে নরওয়ে এবং জাপানের হাতেও।
আরও পড়ুন: সৌদিতে রাজকীয় অভ্যর্থনায় সিক্ত নেইমার যা বললেন
ক্রিফোস্পোর্টস/২০আগস্ট২৩/এমএইচ