Connect with us
অন্যান্য

২০২৪—২৬ ও ২৮ অলিম্পিক কখন-কোথায়?

olympic Games
অলিম্পিক গেমস। ছবি- সংগৃহীত

ক্রীড়া ক্ষেত্রের সবচেয়ে জনপ্রিয় আসর অলিম্পিক৷ অনেকেই ফিফা বিশ্বকাপ ফুটবলের চেয়েও অলিম্পিক গেমসকে এগিয়ে রাখেন৷ প্রতিষ্ঠাকাল থেকেই অলিম্পিক এক গৌরবময় ইতিহাস নিয়ে ক্রমশ এগিয়ে চলছে৷ তাই বিভিন্ন দেশের অ্যাথলেটদের কাছে অলিম্পিক এক স্বপ্নের নাম৷ ২০২৪—২৬ ও ২৮ অলিম্পিক কখন-কোথায়?—এ নিয়েও আগ্রহের কমতি নেই।

যখন শুরু হয় অলিম্পিক

৭৭৬ খ্রিষ্টপূর্বে প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রের মধ্যে মর্যাদার লড়াই হিসেবে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হতো, যা তাদের দেবতা জিউসের সম্মানে প্রদর্শন করা হতো। এভাবে একসময় খেলাগুলো ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে৷ এরই ধারাবাহিকতায় ১৮৯২ খ্রিস্টাব্দে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়৷ এই কমিটির হাতেই সৃষ্টি হয় অলিম্পিকের নানা নিয়ম-কানুন। অলিম্পিক কমিটি প্রতিষ্ঠার মাত্র চার বছর ১৮৯৬ সালে এথেন্সে আয়োজিত হয় প্রথম আধুনিক অলিম্পিক৷

এথেন্স অলিম্পিকে অংশ নেয় বিশ্বের ১৪টি দেশের ২৪১জন অ্যাথলেট ও ৬০ হাজার দর্শক। ওই আসরে সাইকেলিং, ওয়েটলিফটিং, রেসলিং, টেনিস, সুইমিংসহ বেশ কয়েকটি জনপ্রিয় খেলা অনুষ্ঠিত হয়৷ এরপর থেকে প্রতি চার বছর পরপর অনুষ্ঠিত হয় ক্রীড়া ক্ষেত্রের সবচেয়ে এই জনপ্রিয় আসর৷

২০২৪—২৬ ও ২৮ অলিম্পিক কখন-কোথায়?

প্যারিস অলিম্পিক-২০২৪ 

ফ্রান্সের রাজধানী প্যারিসে বসতে যাচ্ছে অলিম্পিকের ৩৩তম আসর৷ আগামী ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১১ আগস্ট পর্যন্ত চলবে এবারে প্যারিস অলিম্পিক৷ আসন্ন প্যারিস অলিম্পিককে ঘিরে এরই মধ্যে দুনিয়ার নানা প্রান্তের অ্যাথলেট ও দর্শকদের মধ্যে বইছে উৎসবের হাওয়া৷

শীতকালীন অলিম্পিক-২০২৬ 

চতুর্থবারের মতো ইতালিতে অলিম্পিকের আসর বসতে যাচ্ছে৷ ২০২৬ সালের ৬ থেকে ২২ ফ্রেব্রুয়ারী পর্যন্ত মিলানের ১১টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে শীতকালীন অলিম্পিক। ওই আসরে সর্বমোট ১১৬টি ইভেন্ট দেখা যাবে।

গ্রীষ্মকালীন অলিম্পিক-২০২৮ কখন কোথায়?

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস শহরে অনুষ্ঠিত হবে ২০২৮ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক৷ ২০২৮ সালের ১৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই অলিম্পিক। আর্চারি, সারফিং, ব্যাডমিন্টন, বেসবল, বাস্কেটবল, ক্রিকেটসহ জনপ্রিয় সব খেলা অনুষ্ঠিত হবে লস এঞ্জেলস অলিম্পিকে।

আরও পড়ুন : মেসি খেলবেন অলিম্পিকে? যা বললেন কোচ মাশ্চেরানো

ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৪/টিএইচ/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য