Connect with us
ফুটবল

২০২৪ সাফের গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা

2024 SAFF Golden Ball, Boots and Gloves winners
জয়সূচক গোলের পর এভাবেই উদযাপন করেন ঋতুপর্ণারা। ছবি- সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জয় করেছে বাংলাদেশ। ২০২৪ সালেও ২০২২ আসরের পুনরাবৃত্তি ঘটিয়েছে বাঘিনীরা। কাঠমান্ডুতে সেই পুরোনো মঞ্চে চেনা প্রতিপক্ষকে হারিয়ে উল্লাসে মেতেছে মনিকা-ঋতুপর্ণা চাকমারা।

বুধবার (৩০ অক্টোবর) সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা। এছাড়া নেপালের পক্ষে একমাত্র গোলটি করেন আমিশা।

২০২৪ সাফের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বা গোল্ডেন বল এবং টুর্নামেন্ট সেরা গোলরক্ষক বা গোল্ডেন গ্লাভস বাংলাদেশের দখলেই রয়েছে। গোল্ডেন বল পেয়েছেন ফাইনালে জয়সূচক গোল করা ঋতুপর্ণা চাকমা। পুরো টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছেন তিনি। সেখানে ফাইনাল ও সেমিফাইনালে দুটি গোল রয়েছে তার।

আরও পড়ুন:

» নেইমারকে নিয়ে আবারও দুঃসংবাদ পেল ব্রাজিল

» টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ 

আর গোল্ডেন গ্লাভস জিতেছেন বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা। প্রতিটি ম্যাচেই গোলবারের নিচে দুর্দান্ত অবদান রেখেছেন এই গোলরক্ষক। ২০২২ সালেও এই পুরস্কারটি তার হাতেই উঠেছিল।

Rituporna and Rupna Chakma

গোল্ডেন বল ও গ্লাভস হাতে ঋতুপর্ণা ও রুপ্না চাকমা। ছবি- সংগৃহীত 

গোল্ডেন বুট জিতেছেন ভুটানের দেকি লাজম। এবারের সাফে সর্বোচ্চ ৮টি গোল করেছেন এই ফরোয়ার্ড। এছাড়া ফেয়ার প্লে পুরস্কারটিও জিতে নিয়েছে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া ভুটান।

এর আগে দশরথ স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে গোলশূন্য ছিল বাংলাদেশ ও নেপাল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে মনিকা চাকমার গোলে লিড নেয় বাংলাদেশ। এর তিন মিনিট পরেই আমিশার গোলে ম্যাচে সমতা ফেরায় নেপাল। এরপর ৮১তম মিনিটে জয় নির্ধারণী গোলটি করেন ঋতুপর্ণা। এতে ২-১ গোলে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল