
বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে আরও একটা বছরের। আর সপ্তাহখানেক বাদেই আগমন ঘটবে নতুন বছরের। তবে ২০২৪ সালে ক্রিকেটে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। তার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হয়ত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসংখ্য তারকা ক্রিকেটারের বিদায়।
এ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন দেশি-বিদেশি তারকা। যার মধ্যে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।
অক্টোবরে ভারত সফরে আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন সাকিব। তবে ওয়ানডেতে খেলা চালিয়ে যাবেন দেশের ক্রিকেটের পোস্টারবয়।
একই সফরে বিদায় ঘণ্টা বাজে মাহমুদউল্লাহর। সাকিবের পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নেন এই তারকা। লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। তাই এখন থেকে শুধু ওডিআই ফরম্যাটে টাইগারদের জার্সিতে দেখা যাবে এই ৩৮ বছর বয়সী তারকাকে।
আরও পড়ুন:
» টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা মাহমুদউল্লাহ রিয়াদের
» টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের
সাকিব ও মাহমুদউল্লাহর পর নভেম্বরে বিদায়ের তালিকায় নাম লেখান ইমরুল কায়েস। অনেকদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলেও নানা সময় আলোচনায় উঠে আসা এই ওপেনার আন্তর্জাতিক টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
দেশের ক্রিকেটের পর বিদেশের ক্রিকেটেও অসংখ্য তারকা ক্রিকেটাররা বিদায় নিয়েছেন। বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের বেশ কয়েকজন তারকা এ বছর ক্রিকেটকে কোনো না কোনো ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। এর মধ্যে অন্যতম তিন কিংবদন্তি তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার টি-টোয়েন্টি থেকে বিদায়। ভারতের দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়ে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতান তারা। এরপরই ভারতের জার্সিতে সংক্ষিপ্ত সংস্করণকে বিদায় বলে দেন এই তারকারা।

ভারতকে বিশ্বকাপ জিতিয়ে বিদায় নিয়েছেন এই তিন তারকা। ছবি- সংগৃহীত
এই তালিকায় নতুন সংযোজন আরেক তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট দিয়ে সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। ভারতের তারকা ওপেনার শিখর ধাওয়ানও এ বছর বিদায় নিয়েছেন। এছাড়া দিনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহা, সৌরভ তেওয়ারী মতো ক্রিকেটাররাও এ বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।
পাকিস্তানের দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমও বছরের শেষদিকে এসে অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তারা।
আরও পড়ুন:
» অবসরে যাচ্ছেন টেস্টে ৭০০ উইকেট নেওয়া ইংলিশ পেসার
» আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন অশ্বিন
এ বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশ কয়েকজন অজি ক্রিকেটারও। যার মধ্যে সবচেয়ে বড় নাম ডেভিড ওয়ার্নার। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েডও এ বছর বিদায় বলে দিয়েছেন। তবে সবাইকে অবাক করে দিয়ে ২৬ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন উইল পুকোভস্কি, যাকে দুর্ভাগা ক্রিকেটারও বলে থাকেন অনেকে।
বেশ কয়েকজন ইংলিশ তারকা ক্রিকেটারেরও বিদায় দেখেছে ২০২৪। যার মধ্যে রয়েছেন ইংলিশ কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসন। এছাড়া দাউদ মালান ও মঈন আলীর মতো তারকা ক্রিকেটাররাও বিদায় জানিয়ে দিয়েছেন।
নিউজিল্যান্ড ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিংবদন্তি পেসার টিম সাউদি। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে সবধরনের ক্রিকেটকে বিদায় জানান এই ৩৬ বছর বয়সী। আরেক পেসার নিল ওয়েগনার ও ব্যাটার কলিন মুনরো বিদায় নিয়েছে। এছাড়া টিম সাউদির অনেকদিনের সঙ্গী ট্রেন্ট বোল্ট টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/২৫ডিসেম্বর২৪/বিটি
