Connect with us
ক্রিকেট

২০২৫ এশিয়া কাপের দিনক্ষণ চূড়ান্ত, খেলবে ৮ দল

2025 Asia Cup dates finalized, 8 teams to play
৮ দল নিয়ে মাঠে গড়াবে ২০২৫ এশিয়া কাপ। ছবি- সংগৃহীত

চলতি বছর মাঠে গড়াতে যাচ্ছেন এশিয়া কাপের ১৭তম আসর। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ৮ দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসর। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। নেপাল কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় এবারের আসর থেকে বাদ পড়েছে। এছাড়া নতুন করে যুক্ত হচ্ছে ওমান ও হংকং।

আসন্ন এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের মাটিতে। তবে ২০২৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব ক্রিকেটীয় ইভেন্টই হাইব্রিড মডেলে আয়োজিত হবে। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে থাকতে পারে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাত।

সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় থেকে চতুর্থ সপ্তাহের মধ্যে বসতে পারে এশিয়া কাপের ২০২৫ আসর। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৮ টি দল। তবে কোন গ্রুপে কে খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি।

আরও পড়ুন:

» কোনো ম্যাচ না জিতেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে কত টাকা পেল বাংলাদেশ?

» পাকিস্তানের উপরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করলো বাংলাদেশ 

২০১৬ সালের পর থেকে বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাট। বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে এর ফরম্যাট পরিবর্তন হবে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সবশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ এশিয়া কাপের আসরটি টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। একইভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ২০২৭ এশিয়া কাপও ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে।

২০২৫-৩১ সাল পর্যন্ত এশিয়া কাপের মোট চারটি আসর বসার কথা রয়েছে। এবারের আসর শেষে বাংলাদেশে ফিরবে এই টুর্নামেন্ট। ২০২৭ সালে ৬ দল নিয়ে বাংলাদেশে শুরু হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। এরপর ২০২৯ সালে পাকিস্তানে এবং ২০৩১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

ক্রিফোস্পোর্টস/২৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট