ছাত্র-জনতা বিপ্লবের মধ্য দিয়ে গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। জুলাই জুড়ে গণহত্যার প্রতিবাদ স্বরুপ ছাত্র জনতা আগস্ট মাসকে অস্বীকার করে জুলাই মাসকে ৩১ তারিখের পর থেকে গণনা করতে থাকে। এভাবে ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট সরকার পতন হয়। সেই বিষয়টির স্মরণেই এবার বিপিএল মাসকট ঘোষণা করা হয়েছে।
জুলাই বিপ্লবে গণমানুষের কথা স্মরণ করেই এবার মাসকট ঘোষণা করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ডানা ৩৬। মাসকটে দেখা যাবে একটি সুসজ্জিত পায়রা যা শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হবে। এছাড়াও বিপিএলে এই মাসকট টিকে খেলাধুলা ও স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত হবে।
বিপিএলের মাসকটটিতে থাকা পায়রাটাতে দেখা যাচ্ছে যে পায়রাটি ডানা বিস্তৃত করে বসে আছে, আনন্দ ও আত্মবিশ্বাসের হাসি দিয়ে বসে আছেন ব্যাট হাতে। এটি অঙ্কিত হয়েছে এক অসাধারণ গ্রাফিতি শিল্পের মাধ্যমে। মাসকটটিতে থাকা পায়রাটার ডানা ও হাতে থাকা ব্যাট আমারদের স্বাধীনতা, আনন্দ, ইতিবাচক শক্তি ও আমাদের সংস্কৃতিকে তুলে ধরে।
পায়রাকে সাধারণত আমরা শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে জানি। যা একটি জাতির জন্যও একটি অপরিহার্য বিষয়। পায়রাটিতে দেখানো হয়েছে স্বাধীন চেতনার একটি অংশ এবং সেই সঙ্গে ক্রিকেট সংস্কৃতির পরিচিতি হিসেবে রাখা হয়েছে ব্যাটের ছবি। এভাবেই মাসকটটিতে শান্তি ও সম্প্রীতি দেখা যাচ্ছে।
উল্লেখ্য চলতি বছরের ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে ১১তম বিপিএল আসর। শেষ হবে ৭ ফেব্রুয়ারি। এবারের আসরে অংশগ্রহণ করবে ৭ টি দল। ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে বিপিএলের এবারের আসরের ম্যাচ ফিক্সার।
আরো পড়ুন : ভারত-দক্ষিণ আফ্রিকার খেলা ১৮ মিনিট বন্ধ ছিল যে কারণে
ক্রিফোস্পোর্টস/১৪নভেম্বর২৪/এসআর