আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ (মঙ্গলবার) চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিপিএলের এবারের আসরের দলগুলোতে বেশ কয়েকটি পরিবর্তন আসরেও গতবারের সমান ৭টি দলই অংশ নেবে। এই সাতটি দল হলো- ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চিটাগাং কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী ও সিলেট স্ট্রাইকার্স। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বিপিএলের গ্রুপ পর্বে একই ভেন্যুতে প্রতিদিন দুটি করে ম্যাচ রয়েছে। যেখানে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। তবে শুক্রবারের ম্যাচগুলো হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
বিপিএলের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ঢাকায়। ৩০ ডিসেম্বর ৩ জানুয়ারি পর্যন্ত মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা পর্ব শেষে সিলেটে পাড়ি জমাবে দলগুলো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
» মাঠের বাইরে থাকা সাকিব আরও একটি রেকর্ড হারালেন
» এবার পাকিস্তান থেকে সরে যেতে পারে চ্যাম্পিয়ন ট্রফির আসর
সিলেট পর্ব শেষে শুরু হবে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
সিলেট ও চট্টগ্রাম পর্ব শেষে পুনরায় ঢাকায় ফিরবে দলগুলো। মিরপুরে শেষ পর্বে ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ফাইনালসহ বাকী ১৪ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
আগামী ৩০ ডিসেম্বর ডিসেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরপর ৭ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে।
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/বিটি