Connect with us
ক্রিকেট

২০২৫ বিপিএলে টিকিট থেকে আয় কত কোটি, জানাল বিসিবি

এবারের বিপিএলের রেকর্ড পরিমান টাকার টিকিট বিক্রি হয়েছে। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর নিয়ে নামা সমালোচনার পরও মাঠে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে প্রায় প্রতিটি ম্যাচেই কানায় কানায় পরিপূর্ণ ছিল ঢাকা, চট্টগ্রাম, সিলেটের গ্যালারি। যে কারণে বিপিএলের অন্যান্য সব আসরকে ছাপিয়ে এবার রেকর্ড পরিমাণ টিকিট বিক্রি করেছে বিসিবি।

এবারের বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি। বিপিএলের গত আসর মিলিয়ে যত টাকার টিকিট বিক্রি হয়েছে, এবারের আসর দিয়ে তার কাছাকাছি পরিমাণ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘এবারের বিপিএলে ১২ কোটি ২৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। আগের দশ আসরে মোট ১৫ কোটি টাকার মতো টিকিট বিক্রি হয়েছিল। সেটি বিবেচনা করলে এবারের এক আসর দিয়েই আমরা কাছাকাছি চলে গিয়েছি।’


আরও পড়ুন:

» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় সুখবর পেল পাকিস্তান

» প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিবর্ণ ব্যাটিং, দুইশ ছুঁয়ে অলআউট 


এছাড়া টিকিট স্বত্ব বিক্রি বাবদও তিন বছরের চুক্তি করেছে বিসিবি। সেখান থেকে আরও এক কোটি টাকা যোগ হবে। ফারুক বলেন, ‘স্বত্ব বিক্রি বাবদ আরও ১ কোটি টাকা যোগ হবে। সে হিসেবে টিকিট বিক্রি থেকে আসবে সোয়া ১৩ কোটি টাকা । এটা আমাদের জন্য বড় মাইলফলক।’

এবারের বিপিএলে টিকিট বুথের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হয়েছে। যে কারণে দর্শকরা টিকিট কিনে সুবিধা পেয়েছেন। তাছাড়া অনলাইনের মাধ্যমে কোনো অনিয়ম কিংবা দুর্নীতির সুযোগও ছিল না। যে কারণে বিসিবির আয়ের পরিমাণ অনেক বেড়েছে।

যদিও টিকিট নিয়ে টুর্নামেন্টের শুরুতে বুথগুলোতে বিক্ষোভ, ভাঙচুরও করতে দেখা গেছে দর্শকদের। তবে ধীরে ধীরে সেগুলো সামলে নেয় বিসিবি।

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট