Connect with us
ক্রিকেট

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা, কে কত পাবে?

2025 Champions Trophy prize money announced
চ্যাম্পিয়ন্স ট্রফি। ছবি- সংগৃহীত

প্রায় ৭ বছর পর মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে নবম আসরের পর্দা উঠবে। ৮ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে আজ (শুক্রবার) প্রাইজমানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে প্রাইজমানি বাড়িয়েছে আইসিসি। ২০১৭ সালে সর্বশেষ আসরের চেয়ে ৫৩ শতাংশ প্রাইজমানি বেড়েছে এবারের আসরে। সবমিলিয়ে বেশ মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছে দলগুলো।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের জন্য মোট প্রাইজমানি বরাদ্দ করা হয়েছে ৬.৯ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৪ কোটি ৪৫ লাখ। এর মধ্যে চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ করা হয়েছে ২২ লাখ ৪০ হাজার ডলার, যা টাকার হিসাবে প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা। আর রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ টাকা।


আরও পড়ুন:

» পুরনো স্মৃতি রোমন্থন করে তানজিদ তামিমের বিশ্বজয়ের বার্তা

» শান্ত দিলেন উড়ার বার্তা, মিরাজ-ইমনরা চাইলেন দোয়া


চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল সমান ৫ লাখ ৬০ হাজার ডলার করে পাবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থান নিশ্চিতকারী দুই দল সমান ৩ লাখ ৫০ হাজার ডলার করে পাবে, যা টাকার হিসাবে প্রায় ৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার টাকা।

টেবিলের তলানিতে থাকা দুই দলের জন্যও প্রাইজমানি থাকছে। সপ্তম ও অষ্টম দল সমান ১ লাখ ৪০ হাজার ডলার করে পাবে, যা টাকার হিসাবে প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার টাকা।

এ ছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রতিটি দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার টাকা করে। আর গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য ৩৪ হাজার ডলার করে প্রাইজমানি মানে দলগুলো, যা টাকার হিসাবে প্রায় ৪১ লাখ ৮ হাজার টাকা।

আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। আসরের দ্বিতীয় দিন ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট