ক্লাব ফুটবলে ক্লাবগুলো নিজেদের দলকে ভারী করতে প্রতিবছরই বড় বড় তারকা দলে ভেড়াতে খরচ করে মিলিয়ন মিলিয়ন ইউরো। খেলোয়াড়রাও নিজেদের গন্তব্য বেছে নেয় এই দলবদলের সময়টাতে। একবার দলে ঢোকার পর মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের আগে ছাড়া দলবদল নিয়ে কথা বলতে পারেন না কোনো ফুটবলার। তবে শেষ ৬ মাসই মূলত খেলোয়াড়দের নতুন ঠিকানা খুঁজে নেওয়ার সময় হিসেবে বিবেচিত হয়।
প্রতিবছরই দলবদলের মৌসুমে ট্রান্সফার মার্কেটে শোরগোল পড়ে যায়। তবে অন্যান্য বছরের তুলনায় ২০২৫ সাল ক্লাব ফুটবলের জন্য হতে যাচ্ছে একটা বিশেষ বছর। কারণ এবছরই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে ক্লাব ফুটবলের একঝাঁক তারকা ফুটবলারের। এ বছর ট্রান্সফার মার্কেটে অন্যান্য ফুটবলারদের ছাড়াও দেখা যাবে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার থেকে শুরু করে মোহাম্মদ সালাহ, ভার্জিল ভেন ডাইক ও কেভিন ডি ব্রুইনাসহ বিশ্বসেরা সব ফুটবলারের নাম।
বিগত কয়েকবছর ধরেই বিশ্বের জনপ্রিয় ফুটবল লিগ ইউরোপীয় ফুটবল লিগে দেখা যায় না সময়ের সেরা তিন ফুটবলারকে। এরা হলেন ৩৯ বছর বয়সী রোনালদো, ৩৭ বছর বয়সী মেসি এবং ৩৩ বছর বয়সী নেইমার। তবে তাঁরা আদৈও দল বদলাবে কি না বা বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তি নবায়ন করবে কি না সেটাও এখনও অস্পষ্ট। তবে বিশ্বসেরা ফুটবলার বলেই হয়ত তাদেরকে নিয়ে ফুটবল প্রেমীদের এতো কৌতূহল।
আরও পড়ুন:
» টিকিট বিক্রিতে এবার সতর্ক অবস্থানে বিসিবি
» ব্যালন ডি’অর বিতর্ক : রোনালদোর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন রদ্রি
চলতি বছরের জুনেই আল নাসরের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর। ফলে সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত হয়ে যাওয়া গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা তাঁর পরবর্তী গন্তব্যের কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীতে যেকোনো কিছুই ঘটতে পারে।’ এছাড়াও চলতি বছরের শেষের দিকে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লিওনেল মেসিরও। তবে ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়া মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে দলটির মালিক জর্জ ম্যাস। তাছাড়া ২০২৬ ফুটবল বিশ্বকাপ মাথায় রেখে কন্ডিশন বিবেচনায় হয়ত মেসিও চুক্তির মেয়াদ বাড়িয়ে নিতে পারে। বর্তমানে মেসির মার্কেট প্রাইজ ২ কোটি ইউরো।
মেসি ও রোনালদোর সঙ্গে এবার চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে সময়ের অন্যতম সেরা ফুটবলার নেইমার জুনিয়রেরও। পিএসজি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে নাম লিখিয়েছেন বছর দেড়েক। তবে ইনজুরি আক্রান্ত নেইমার দেড় বছরে খেলতে পেরেছেন মাত্র ৭টি ম্যাচ। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা নেইমার আল হিলাল ছাড়ছে বিষয়টি অনেকটাই নিশ্চিত। ফলে নেইমার হয়ত এবার নাম লেখাবেন নতুন কোনো ক্লাবে। সেটা হতে পারে ইন্টার মায়ামি বা ব্রাজিলেরই কোনো ক্লাব।
এই তিনজন ছাড়াও দলবদলের তালিকায় রয়েছেন আরও কিছু নামি খেলোয়াড়। চলতি বছরের জুনে মেয়াদ শেষ হতে যাচ্ছে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ’রও। এবার তাঁর পা পড়তে পারে নেইমারের ছেড়ে আসা সৌদি প্রো লিগে। ইংলিশ প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭০ গোল করা মিশরীয় কিং কে দলে টানতে পারে আল হিলাল বা আল ইত্তিহাদ। যদিও সালাহ কে দলে নেওয়ার জোর সম্ভবনা রয়েছে বর্তমানে তারকাশূন্য ফরাসি ক্লাব পিএসজিরও।
সালাহ’র মতো লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ হতে যাচ্ছে তারই দুই ক্লাব সতীর্থ আলেক্সান্ডার আর্নল্ড এবং ভার্জিল ভন ডাইক। ইতোমধ্যেই আলেক্সান্ডার আর্নল্ডকে দলে ভেড়াতে কয়েকবার জোর প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেই ফিরিয়ে দিয়েছে লিভারপুল। কিন্তু চুক্তি নবায়ন করতে পারে ভার্জিল ভন ডাইক। এদিকে চলতি বছরে মেয়াদ শেষ হতে চলেছে ম্যানসিটির প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনারও। ৩৪ বছর বয়সে পা দিতে যাওয়া এই মিডফিল্ডারও রয়েছে নতুন ঠিকানার খোঁজে। ২০১৫ সাল থেকে ২০২৫ পর্যন্ত দশবছর ম্যানসিটির সঙ্গে আবদ্ধ ছিলেন তিনি।
এছাড়াও নতুন বছরের প্রথম দিনে দলবদলের বাজারে ঢোকা খেলোয়াড়ের মধ্যে আরও আছেন লেরয় সানে, জশুয়া কিমিখ, সন হিউন মিন, জোনাথন ডেভিড, আলফনসো ডেভিসরা। তবে বছর জুড়ে ট্রান্সফার মার্কেটে চোখ থাকবে মেসি, রোনালদো এবং নেইমারের মতো বিশ্বসেরা তারকাদের উপর।
ক্রিফোস্পোর্টস/৩জানুয়ারি২৫/এসআর/বিটি