Connect with us
ক্রিকেট

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ : বাছাইপর্বে বাংলাদেশের ৫ প্রতিপক্ষ

Bangladesh women team
বাংলাদেশ নারী দল। ছবি- বিসিবি

এর আগে ২০২২ সালে অনুষ্ঠিত নারীদের ওয়ানডে বিশ্বকাপে র‍্যাঙ্কিংয়ের বিচারে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। এবার চলতি বছর ভারতের মাটিতে আয়োজন হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি অংশ নেওয়ার সুযোগ ছিল টাইগ্রেসদের সামনে। তবে শেষ পর্যন্ত আর সেই সুযোগ কাজে লাগাতে পারেনি নিগার সুলতানারা। আর এতেই বিশ্বকাপের টিকিট পেতে বাছাই পর্ব পাড়ি দিতে হবে বাংলাদেশকে।

স্বাগতিক দেশসহ নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৬ দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে খেলার। সমীকরণ বলছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে জিততে পারলেই বিশ্বকাপ খেলার সরাসরি টিকেট পেয়ে যেত বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ হেরে লাল সবুজের প্রতিনিধিরা বাড়িয়েছেন নিজেদের অপেক্ষা।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া নারীদের ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে মোট ৮ দল। যার মধ্যে নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। বাকি দুই দল আসবে বাছাই পর্বের বাধা টপকে। যেখানে লড়াই হবে ৬ দলের মধ্যে। যার মধ্যে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ৭ম থেকে ১০ম অবস্থানে থাকা চার দল পাবে বাছাই পর্ব খেলার সুযোগ। বাকি দুই দল আসবে র‍্যাঙ্কিংয়ের পরবর্তী স্থান থেকে।


আরও পড়ুন:

» ওয়ানডে বিশ্বকাপ : বাংলাদেশের স্বপ্নভঙ্গ, বাড়লো অপেক্ষা

» চ্যাম্পিয়ন্স লিগে উড়তে থাকা আর্জেন্টাইন এই ফুটবলার পেলেন সুখবর

» ভিনিসিয়ুস এবার সৌদি ক্লাবের রাডারে, অবিশ্বাস্য প্রস্তাবের আভাস


নারীদের ওয়ানডে চ্যাম্পিয়নশিপের তালিকায় থাকা শেষ চার দল হিসেবে বাছাই পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের পরবর্তী দুই স্থানে থাকা স্কটল্যান্ড এবং থাইল্যান্ডও খেলবে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের লড়াইয়ে। অর্থাৎ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে এই পাঁচ দল।

বাছাই পর্বে সবগুলো দল এক গ্রুপে খেলবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যেখানে প্রতিটা দল মুখোমুখি হবে একে অপরের। অর্থাৎ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য বাংলাদেশ পাবে পাঁচ ম্যাচ। যেখানে জ্যোতিদের জন্য কঠিন প্রতিপক্ষ হতে পারে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। এছাড়া আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডকে নিয়েও সতর্ক থাকতে চাইবে বাংলাদেশ।

উল্লেখ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা তিন ম্যাচ ওয়ানডে সিরিজে জিততে পারলেই কোন হিসাব-নিকাশ ছাড়া বিশ্বকাপে জায়গা করে নিতে পারতো লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের প্রথম ম্যাচ পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ে দারুন ভাবে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। তাই শেষ ম্যাচে জিততে পারলেই বাজিমাত করবে টাইগ্রেসরা, এমন ম্যাচে ৮ উইকেটে পরাজিত হয় তারা।

ক্রিফোস্পোর্টস/২৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট