Connect with us
ক্রিকেট

পিএসএল ড্রাফটে ২১ বাংলাদেশি ক্রিকেটারের নাম

PSL bangladeshi Crickter
পিএসএল ড্রাফটে সাকিব-তামিমসহ ২১ বাংলাদেশি ক্রিকেটার। ছবি- সংগৃহীত

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ বা পিএসএলের জনপ্রিয়তা। আসন্ন ২০২৪ পিএসএল মাঠে গড়াবে ১৩ ফেব্রুয়ারি। তার আগেই ফ্রাঞ্চাইজিগুলো ব্যস্ত হয়ে পড়েছে দল গোছাতে। চলতি মাসেই অনুষ্ঠিত হবে পিএসএলের ড্রাফট। যেখানে নাম লিখিয়েছেন সাকিব-তামিমসহ ২১ বাংলাদেশি ক্রিকেটার।

২০২৪ পিএসএলের ড্রাফটে নাম লিখিয়েছেন ২২ দেশের ৪৫৮ জন ক্রিকেটার। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন সাকিব আল হাসানসহ ৪৬ জন তারকা ক্রিকেটার। এছাড়াও ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন ৭৬ জন ক্রিকেটার। যার মধ্যে থাকছেন বাংলাদেশের ৬ জন ক্রিকেটার। তারা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।

এর আগেও বেশ কয়েকবার পিএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিব আল হাসানের। পিএসএলের গত আসরে তিনি খেলেছিলেন পেশোয়ার জালমির হয়ে। গত আসরে অবশ্য পারিবারিক কারণে পেশোয়ারের হয়ে একটি ম্যাচই খেলা হয়েছিল তার। তবে এবারও সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে নামীদামী সব তারকা ক্রিকেটারের সাথে ড্রাফটে নাম রয়েছে সাকিবের।

প্লাটিনাম ক্যাটাগরিতে সাকিব ছাড়াও থাকছেন বেন ডাকেট, ডেভিড মালান, ক্রিস জর্ডান, ডেনিয়াল স্যামস, জিমি নিশাম, ইমরান তাহির, দাশুন সানাকা, কাইরোন পোলার্ড, রোভমান পাওয়েল, ব্যানডোন কিং, কাইল মায়ারস, অ্যাসটন আগার, ডেভিড উইলি, লুক উড, রিস টপলি, টাইমাল মিলস, টম কারান রহমানউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকী, নুর আহমেদ এবং মুজিব উর রহমানসহ মোট ৭৬ তারকা ক্রিকেটের। এছাড়া নেপালের সন্দ্বীপ লামিচানেও জায়গা পেয়েছেন প্লাটিনাম ক্যাটাগরিতে।

আসন্ন পিএসেলের ড্রাফট লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে আয়োজিত হবে আগামী ১৩ ডিসেম্বর। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

আরও পড়ুন: মুশফিকের বিরল আউট নিয়ে যা বললেন মিরাজ

ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৩/এসএস/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট