
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ মাঠে গড়িয়েছে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। স্বাগতিক দেশ হওয়া সত্ত্বেও পাকিস্তানকে খেলতে হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে। কেননা দেশটিতে খেলতে যেতে আপত্তি জানিয়েছে ভারত। রাজনৈতিক দ্বন্দ্ব পাশ কাটানোর কথা বলা হলেও ক্রিকেটের মাঝে বারবার চলে আসছিল সেটাই। এবার দূরত্ব কমাতে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগেই দেশটিতে বন্দী থাকা ২২ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছে পাকিস্তান। কেউ কেউ বলছেন ভারতকে ম্যাচের আগে উপহার হিসেবেই বন্দী মুক্তি দিয়েছে পাকিস্তান। তবে যাইহোক, এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। বন্দী জেলেদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি মহসিন নকভি।
আরও পড়ুন:
» পাকিস্তান ম্যাচে নেমেই দুঃখজনক এক কীর্তি গড়ল ভারত
» সেই আমির-ফখর নেই, ভারতকে আজ হারাতে পারবে পাকিস্তান?
মহসিন নাকভি পিসিবি প্রধান হওয়ার পাশাপাশি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। গতকাল দুবাইয়ে দলের অনুশীলন দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানেই বন্দী মুক্তির এই খবর জানিয়েছেন নাকভি। এছাড়াও ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে ভারতের জাতীয় সংগীত বাজানোর ইস্যুতেও কথা বলেন এই পিসিবি কর্তা।
গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের পরিবর্তে শুরুতে কিছু সেকেন্ড বাজানো হয় ভারতের জাতীয় সংগীত। বিষয়টি নিয়ে ওঠে সমালোচনার ঝড়। নিজেদের অসন্তোষ প্রকাশ করে আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছে পিসিবি। কেননা এই ইভেন্টে দল গুলোর জাতীয় সংগীত বাজানোর দায়িত্ব ছিল আইসিসির কর্মচারীদের ওপর।
ক্রিফোস্পোর্টস/২৩ফেব্রুয়ারি২৫/এফএএস
