Connect with us
ক্রিকেট

হাসারাঙ্গার পরিবর্তে হায়দরাবাদে ২২ বছর বয়সী লঙ্কান স্পিনার

Vijayakanth Viyaskanth
হাসারাঙ্গার পরিবর্তে বিজয়কান্ত বিয়াসকান্তকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। ছবি- সংগৃহীত

ইনজুরির কারণে কোনো ম্যাচ না খেলেই চলমান আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেলেন সানরাইজার্স হায়দরাবাদের লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। বিষয়টি নিশ্চিত করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ।

হাসারাঙ্গার বদলি হিসেবে আরেক লঙ্কান লেগস্পিনার বিজয়কান্ত বিয়াসকান্তকে দলে ভিড়িয়েছে হায়দরাবাদ। ৫০ লক্ষ রুপিতে তাকে চুক্তিবদ্ধ করেছে ২০১৬ আসরের চ্যাম্পিয়নরা।

২০২০ সালে লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অভিষেক হয় বিজয়কান্তের। দেশের জার্সিতে এশিয়ান গেমসে একটি ম্যাচ খেলেছেন তিনি। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৩ আসরে চট্রগ্রামের চ্যালেঞ্জার্সের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এই ডানহাতি স্পিনার।

সম্প্রতি আইএল টি-টোয়েন্টি লিগে এমআই আমিরাতের হয়ে খেলেছেন বিজয়কান্ত । সেখানে ৪ ম্যাচে ৮ উইকেট শিকার করেছেন তিনি। আর ইকোনমি ছিল মাত্র ৫.৪৪। এই দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকের নজরে আসেন এই লেগি।

আইপিএলের গত আসরে বিজয়কান্তকে নেট বোলার হিসেবে এনেছিলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট পরিচালক এবং প্রধান কোচ কুমার সাঙ্গাকারা।

বিজয়কান্ত এখন পর্যন্ত ৩৩ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলেছেন। তার উইকেট সংখ্যা ৪২ টি এবং ইকোনমি ৬.৭৬।

আরও পড়ুন: অবসর ভেঙে পাকিস্তান দলে ফিরলেন আমির ও ইমাদ 

ক্রিফোস্পোর্টস/৯এপ্রিল২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট