Connect with us
ক্রিকেট

পিএসএলে দল না পেয়ে অবসরে ২২ বছরের পেসার

Ihsanullah retires after not getting a team in PSL
পিএসএলে দল না পেয়ে অবসরে ইহসানউল্লাহ। ছবি- সংগৃহীত

পিএসএলের দশম আসরে দল না পেয়ে ক্ষোভে এই টুর্নামেন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহ খান। বল হাতে দুর্দান্ত গতির কারণে নজর কাড়া এই পেসার চিরতরে পিএসএল বর্জনের ঘোষণা দিয়েছেন উদীয়মান এই গতিতারকা।

মুলতান সুলতানসের জার্সিতে ২০২৩ সালে পিএসএলে অভিষেক ঘটে ইহসানউল্লাহর। আর সেই অভিষেক আসরটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন ইহসানউল্লাহ। মূলত বল হাতে দুর্দান্ত গতির কারণে বেশ আলোচনায় আসেন তিনি। শুধু গতিই নয়, তার লাইন-লেন্থও ছিল দারুণ। যে কারণে বেশ কয়েকটি উইকেটও পেয়েছিলেন তিনি।

২০২৩ আসরে মুলতানকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন ইহসানউল্লাহ। ১২ ইনিংসে ২২টি উইকেট শিকার করেছিলেন তিনি। যা ছিল টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। একই বছর জাতীয় দলেও ডাক পান ইহসানউল্লাহ। একই বছর চোটে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যান এই তরুণ।

আরও পড়ুন:

» পিএসএলে শোয়েব আখতারের কাছে শেখার আগ্রহ নাহিদের

» পিএসএল ২০২৫ : প্লেয়ার্স ড্রাফট শেষে কে কোন দলে?

চোট কাটিয়ে চলতি বছর মাঠে ফিরেছেন ইহসানউল্লাহ। তবে গতকাল (সোমবার) অনুষ্ঠিত হওয়া পিএসএলের দশম আসরের ড্রাফটে কোনো দলই তার প্রতি আগ্রহ দেখায়নি। আর সেই ক্ষোভেই পিএসএলকে বয়কটের ডাক এবং এই টুর্নামেন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ২২ বছর বয়সী এই পেসার।

পিএসএল থেকে অবসর এবং চিরতরে বয়কটের ঘোষণা দিয়ে ইহসানউল্লাহ বলেন, ‘আমি আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে চাই না। আজ থেকে সমাপ্ত। আমি পিএসএলকে বয়কট করছি এবং অবসর নিচ্ছি। আমাকে আর কোনো দিন পিএসএলে দেখা যাবে না। আমি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে চাই, পিএসএল খেলে না।’

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেনি। আপনি ভালো করলে এসব ফ্র্যাঞ্চাইজি আপনার পেছনে লেগে থাকবে। এখন আমার লক্ষ্য তাদের নিজের পেছনে আটকে রাখা এবং আমি সে অনুযায়ী পারফর্ম করবো। আমি ঘণ্টায় ১৫০-১৬০ কিলোমিটার গতিতে বল করব এবং যারা বলেছে আমি ১৩০-১৩৫ গতির বোলার, তাদেরকে আগামী এক-দেড় মাসে দেখিয়ে দেবো। আমি ২০২৩ পিএসএলে যেমন বোলার ছিলাম, তারচেয়ে আরও ভালো বোলার হিসেবে নিজেকে প্রমাণ করব।’

২০২৩ সালে পিএসএল দিয়ে নজর কাড়ার পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয় ইহসানউল্লাহর। এরপর এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কনুইয়ের চোটে পড়েন এই পেসার। চোটের কারণে দেড় বছরেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বরে পাক টি-টোয়েন্টি কাপ দিয়ে বাইশ গজে ফেরেন এই পেসার।

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট