ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলের ১৬তম আসরের নিলাম অনুষ্ঠিত হয়েছে। এবারই প্রথম ভারতের বাইরে নিলামের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নিলামের ড্রাফটে ৩৩৩ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল।
গতকালের ওই নিলামে দল পেয়েছে ৭২ জন ক্রিকেটার। যার মধ্যে ৪২ জন ভারতের স্থানীয়। অন্য ৩০ জন বিদেশি। এবারের নিলামে বাজিমাত করেছেন বিদেশি ক্রিকেটাররা। সে তালিকায় রয়েছেন সদ্য বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, ড্যারেল মিশেল, আলজারি জোসেপরা।
২৪ কোটি ৭৫ লাখ টাকায় মিশেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার সতির্থ প্যাট কামিন্সকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনেছে হায়দরাবাদ। ড্যারেল মিশেলকে দলে নিয়ে চেন্নায়ের খরচ করতে হয়েছে ১৪ কোটি রুপি। ১১ কোটি ৭৫ লাখে হার্শাল প্যাটেলকে দলে নিয়েছে পাঞ্জাব। আলজারি জোসেপকে ১১ কোটি ৫০ লাখে কিনেছে ব্যাঙ্গালুরু।
এই ৭২ জন ক্রিকেটারকে কিনতে দলগুলো খরচ করেছে ২৩০ কোটি ৪৫ লাখ রুপি। যার মধ্যে- গুজরাট টাইটান্স ৩১ কোটি রুপি, চেন্নায় ৩০ কোটি, কলকাতা, ৩০ কোটি, দিল্লি ২২ কোটি, লখনৌ ১২ কোটি ২০ লাখ, মুম্বাই ১৬ কোটি, পাঞ্জাব কিংস ২৫ কোটি, রাজস্থান ১৪ কোটি ৩০ লাখ, ব্যাঙ্গালুরু ২০ কোটি ২০ লাখ এবং হায়দরাবাদ ৩০ কোটি ৮০ লাখ রুপি ব্যয় করেছে।
আরও পড়ুন: আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন যারা
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৩/এমএ