
ইংল্যান্ডের জনপ্রিয় টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর কয়েকটি মৌসুম পার হয়ে গেলেও সেখানে এখন পর্যন্ত খেলার অভিজ্ঞতা নেই কোন বাংলাদেশি ক্রিকেটারের। গতবার কিছু টাইগার ক্রিকেটার টুর্নামেন্টে নাম লেখালেও দল পাননি কেউই। এবার বাংলাদেশের ২৯ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন প্লেয়ার্স ড্রাফটে।
১০০ বলের এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ লাখ ২০ হাজার পাউন্ড বা প্রায় ১ কোটি ৮৮ লাখ টাকা। ইংল্যান্ডের কাউন্টি দল সারের হয়ে খেলতে গিয়ে বোলিং নিষেধাজ্ঞায় পড়লেও এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যে থাকছেন তিনি।
আর বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ হাজার পাউন্ড বা প্রায় ৯৮ লাখ ৭০ হাজার ভিত্তিমূল্যে ড্রাফটে নাম লিখিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
আরও পড়ুন:
» ফিরলেন নেইমার, আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচের দল ঘোষণা ব্রাজিলের
» হামজাকে চ্যালেঞ্জ জানাতে অবসর ভেঙে ফিরছেন সুনীল ছেত্রী
এরপরেই ৫২ হাজার পাউন্ড বা প্রায় ৮১ লাখ ৪৬ টাকা ভিত্তিমূল্যে আছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, তাওহীদ হৃদয় ও শেখ মেহেদী। ৪১ হাজার ৫০০ পাউন্ড বা প্রায় ৬৫ লাখ টাকা ভিত্তিমূল্যে আছেন তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়া ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২০ ক্রিকেটার। এই তালিকায় আছেন – শামীম হোসেন পাটোয়ারি, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার, আফিফ হোসেন, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ৫ আগস্ট পর্দা উঠবে ইংলিশ এই সংক্ষিপ্ত ফরমেটের টুর্নামেন্টের নতুন আসর। যার আগে আগামী ১২ মার্চ অনুষ্ঠিত হবে দ্য হান্ড্রেডের প্লেয়ার্স ড্রাফট। ৮ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে মোট ২৭০ জন ইংলিশ এবং ৩৫০ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/৭মার্চ২৫/এফএএস
