Connect with us
ক্রিকেট

আইসিসি থেকে সুখবর পেলেন ৩ বাংলাদেশি ক্রিকেটার

3 Bangladeshi cricketers got good news from ICC
র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ফারজানা হক পিংকি, রাবেয়া খান এবং রিতু মনি। ছবি- সংগৃহীত

সদ্য সমাপ্ত হওয়া দক্ষিণ সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছে বাংলাদেশের নারীরা। তবে ওয়ানডে সিরিজ হাতছাড়া হলেও ব্যক্তিগতভাবে ভালো পারফরম্যান্স করেছেন ফারজানা-রাবেয়ারা। ফলে আইসিসি থেকে সুখবর পেয়েই বছর শেষ করতে যাচ্ছেন তারা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো পারফরম্যান্সের দরুন র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে ফারজানা হক পিংকি, রাবেয়া খান এবং রিতু মনি।

ফারজানা হক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০২ রানের দারুণ এক ইনিংস খেলেন। ফলে এবার র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই ওপেনার। দুই ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন ফারজানা।

বাংলাদেশের লেগ স্পিনার রাবেয়া খান বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন। তিনি চার ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছেন। আর অলরাউন্ডার রিতু মনি দুই বিভাগেই উন্নতি করেছেন। তিনি ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ৬৮তম এবং বোলিংয়ে চার ধাপ এগিয়ে ৯০তম স্থানে উঠে এসেছেন।

তবে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে একধাপ করে পিছিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৩০তম), রুমানা আহমেদ (৫০তম) এবং মুর্শিদা খাতুন (৫৮তম)।

আরও পড়ুন: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সৌম্যর খেলা নিয়ে ইতিবাচক হাথুরুসিংহে

ক্রিফোস্পোর্টস/২৬ডিসেম্বর২৩/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট