শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের সমারোহ। এরই মধ্যে আবার উঁকি দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৪ আসরের নিলাম অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের তালিকায় ছিলেন ৬ বাংলাদেশি। কিন্তু প্রাথমিক তালিকা থেকে তিনজন বাদ পড়েছেন, চূড়ান্ত তালিকায় ঠাঁই পেয়েছেন তিন বাংলাদেশি।
এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠান বসবে আগামী ১৯ ডিসেম্বর। তার আগে এই মিনি নিলামের জন্য পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইপিএলে কর্তৃপক্ষ। যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার। আর তিনজনই পেস বোলার। নেই কোনো ব্যাটার কিংবা স্পিনার।
কয়েকবার আইপিএল মাতানো অভিজ্ঞ মুস্তাফিজুর রহমানের সঙ্গে তালিকায় রয়েছেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। আর নিলামের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুুদ। আর গত আইপিলে খেলা সাকিব ও লিটন এবার নাম জমা দেননি নিলামের জন্য।
এদিকে চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের তিন পেসারের মধ্যে সর্বোচ্চ দাম মুস্তাফিজের। তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি। তাসকিনের ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং শরিফুলের ৫০ লাখ রুপি। মুস্তাফিজ গত আসরে দিল্লির হয়ে খেললেও, নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে দলটি।
আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে বসবে আইপিএলের নিলাম। এবছর ১১৬৬ জন দেশি-বিদেশি ক্রিকেটার নাম দিয়েছিলেন নিলামে। পরে ছাটাই হয়ে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ৩৩৩ জন ক্রিকেটার। ৮৩৩ জন ক্রিকেটার তালিকা থেকে ছিটকে গেছেন। আগামী বছরের মে মাসের দিকে আইপিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও চূড়ান্ত সূচি নির্ধারিত হয়নি।
আরও পড়ুন: যুব এশিয়া কাপে পাকিস্তানের ম্যাচসহ আজকের খেলা (১২ ডিসেম্বর ‘২৩)
ক্রিফোস্পোর্টস/১২ডিসেম্বর২৩/এজে