Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে অভিষেক হতে পারে আইপিএল মাতানো ৩ ক্রিকেটারের

মায়াঙ্ক যাদব, নীতিশ কুমার রেড্ডি এবং হারশিত রানা। ছবি: সংগৃহীত

ভারতের নিয়মিত মুখ রোহিত শর্মা, ভিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা না থাকায় বাংলাদেশের বিপক্ষে আগামীকাল গোয়ালিয়রে শুরু হতে যাওয়া প্রথম টি-টুয়ান্টিতে অভিষেক হতে পারে ৩ ক্রিকেটারের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতানো এই ৩ ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন ১৫ সদস্যের দলে।

বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টুয়ান্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত, ভিরাট এবং জাদেজা। নিয়মিত খেলা এই ৩ তারকা ক্রিকেটার না থাকায় কিছুটা বিপাকে পড়েছে ভারত। এ জন্য ভারত দলে আসতে পারে আরও ৩ মুখ। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে বিপক্ষেই অভিষেক হতে পারে তাদের।

সুর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতেই এই স্কোয়াডে অনেক বেশি নতুনদের আনাগোনা থাকবে। এ তালিকায় সব থেকে বড় নাম মায়াঙ্ক যাদব। আইপিএলে গতির ঝড় তুলে নজর কেড়েছেন তিনি। ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন পেসার।
লখনৌ সুপারজায়ান্টসের হয়ে ২০২৪ আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করেছেন তিনি। ঘন্টায় ১৫৬ কি.মি. বল করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এই গতিদানবকে বাংলাদেশ সিরিজে দেখা যেতে পারে।

আরও পড়ুন: জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামতে চান তাওহীদ হৃদয়

অন্য দিকে আছেন ২০২৪ আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা নীতিশ কুমার রেড্ডি। ট্রাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন কিংবা প্যাট কামিন্সদের তারকাদের সঙ্গে তাল মিলিয়ে খেলে ক্রিকেট বিশ্বে নজরে পড়েছেন তিনি। মিডল অর্ডারে তাকে গড়ে তোলার পরিকল্পনা করছে ভারত। বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া তার সময়ের ব্যাপার।

এই তালিকার আরেকজন হলেন হারশিত রানা। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পেসার। জাতীয় দলেও আগেই ডাক পেয়েছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে থাকলেও ভারতের জার্সিটা গায়ে জড়ানো হয়নি হারশিতের। তবে বাংলাদেশের বিপক্ষে তিনি ভারতের জার্সি গায়ে জোড়াতে পারবেন এমনটা বলেছে ভারতীয় গণমাধ্যম।

আগামীকাল (৬ অক্টোবর) গোয়ালিয়রে বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজের পর্দা উঠবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী ৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। তৃতীয় এবং শেষ ম্যাচটি ১২ তারিখে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে গড়াবে।

ক্রিফোস্পোর্টস/০৫ অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট