Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টিতে রেকর্ডবুক ওলটপালট, এক ম্যাচেই ৩৭ ছক্কা ও ৩৪৯ রান!

crifo barooda
টি-টোয়েন্টিতে ৩৭ ছক্কা ও ৩৪৯ রান! রেকর্ড বুক ওলটপালট

কোথায় গিয়ে দাঁড়াবে টি-টোয়েন্টি ক্রিকেট? এমন প্রশ্ন উঠতেই পারে। যদি আপনি দেখেন বিশ ওভারেই সাড়ে তিনশ রান তুলছে কোনো দল। কয়েক দিন পরপরই ভাঙছে রেকর্ড, হচ্ছে নতুন নতুন কীর্তি। এবার সত্যি সত্যি সাড়ে তিনশ রানের কোটা প্রায় দেখে ফেলেছে ক্রিকেট বিশ্ব।

ভারতের ঘরোয়া জনপ্রিয় টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে বারোদা টিম ২০ ওভারে রান তুলেছে ৩৪৯! শুধু তাই নয়, নিজেদের ইনিংসে ৩৭টি ছক্কা মেরেছে তারা। এতে করে তৈরি হয়েছে নতুন রেকর্ড। কয়েকদিন আগেই গড়া জিম্বাবুয়ের কীর্তি পড়ে গেল নিচে।

টেস্ট খেলুড়ে দলগুলোর বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ভারতের ২৯৭। বাংলাদেশের বিপক্ষে এই রেকর্ড গড়েছিল ভারত। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় রান জিম্বাবুয়ের। চলতি বছরই গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকে। কিন্তু সেই রেকর্ডও পড়লো পেছনে।


আরও পড়ুন:

» রাব্বীর ম্যাজিক্যাল বোলিংয়ে বিশ্বমঞ্চে রংপুরের প্রথম জয়

» চীনের জালে গুনে গুনে হাফ ডজন গোল দিলো বাংলাদেশ


বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে মুখোমুখি হয়েছে বারোদা ও সিকিম। ওই ম্যাচে সিকিমের বোলারদের রীতিমত তুলোধুনো করেছে বারোদার ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৪৯ রানের সংগ্রহ পেয়েছে বারোদা।

এতে করে ভেঙেছে কয়েকটি রেকর্ড। এটাই প্রথম শ্রেণির টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস। বারোদার দুই ওপেনার শ্বাশত রাওয়াত এবং অভিমন্যু সিং রাজপুত ৫ ওভারেই তোলেন ৯২ রান। পাওয়ার প্লে’র আগেই আসে দলীয় শতরান।

Score

এটাই সেই রেকর্ড গড়া স্কোরবোর্ড

তিনে নামা ভানু পানিয়া রীতিমত তাণ্ডব চালিয়ে ৪২ বলে সেঞ্চুরি আর ইনিংস শেষে তিনি অপরাজিত থাকেন ৫১ বলে ১৩৪ রান নিয়ে। তার এই ইনিংসের সুবাদেই বারোদা টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম দলীয় দুইশ রানের বিশ্বরেকর্ড গড়ে। মাত্র ১০.৩ ওভারেই দুইশ পূর্ণ করে দলটি।

১৮তম ওভারে ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে ৩০০ রান স্কোরবোর্ডে জমা করে বারোদা। ২০২৩ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের ৩১৪ এবং চলতি বছর গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ৩৪৪ রানের রেকর্ড টপকে ২০ ওভারে ৩৪৯ রানে থামে বারোদার ব্যাটিং ঝড়।

এমন বিশাল স্কোরের পথে বারোদা পুরো ইনিংসে হাঁকিয়েছে ৩৭ ছক্কা। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার নতুন রেকর্ড এটি। এর আগে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে হাঁকিয়েছিল ২৭ ছক্কা। এই ম্যাচের স্কোরকার্ড ভারতীয় ঘরোয়া ক্রিকেটের টুইটার পেইজেও আপলোড হয়েছে। এরপরই শুরু হয় তোলপাড়।

ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট