ফুটবলে দারুণ সময় কাটলেও অন্যান্য ঘটনায় সমালোচিত আর্জেন্টিনার ফুটবল। প্রতিপক্ষের প্রতি অসম্মান করে উদযাপন, বিকৃত অঙ্গভঙ্গী করে শিরোপা নিয়ে উল্লাস। এসবের সঙ্গে যুক্ত হলো নারী দলের অপ্রীতিকর ঘটনার কথা। যে কারণে আটকও হয়েছেন কয়েকজন।
সম্প্রতি লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টের ম্যাচ খেলতে ব্রাজিলের সাও পাওলোতে এসেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের নারী দল। ২১ ডিসেম্বর গ্রেমিওর সঙ্গে ম্যাচের পর বর্ণবাদের অভিযোগে আটক করা হয় রিভার প্লেটের চার আর্জেন্টাইন নারী ফুটবলারকে। সেদিন বর্ণবাদী আচরণের পরই প্রতিবাদে মাঠ ছেড়ে যান গ্রেমিও খেলোয়াড়রা। এ ঘটনায় রিভার প্লেটের ছয় ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচ চালিয়ে যাওয়ার মতো যথেষ্ট খেলোয়াড়ও ছিল না আর্জেন্টাইন ক্লাবটির।
এরপরই আটক করা হয় সেই চার নারী ফুটবলারকে। আটককৃত সেই নারী ফুটবলাররা হলেন কান্দেলা দিয়াজ, কামিলা দুয়ার্তে, হুয়ানা কানগারো এবং মিলাগরোস দিয়াজ। আটক হওয়ার পর থেকেই আলোচনা কেন্দ্রে এই চার নারী ফুটবলার। ম্যাচ ১–১ গোলে ড্র দেখালেও রেফারি জয়ী ঘোষণা করেন গ্রেমিওকে।
আরও পড়ুন:
» শেষ মুহূর্তে পাকিস্তানি তারকাকে দলে নিলো রাজশাহী
» রংপুর-ঢাকা মেট্রোর ফাইনালসহ আজকের খেলা (২৪ ডিসেম্বর ২৪)
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে-কখন?
এদিকে গতকাল সোমবার এই চারজনকে প্রিভেনটিভ ডিটেনশন বা আটকে রাখার নির্দেশ দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ বিষয়ে সাও পাওলোর জননিরাপত্তা বিভাগ জানিয়েছে, বিচার বিভাগীয় কর্মকর্তারা আর্জেন্টাইন নারী ফুটবলারদের ব্রাজিল ছেড়ে যাওয়া ঠেকাতেই আটক রাখার সিদ্ধান্ত নিয়েছে।
#Razzismo Le calciatrici del River Plate Candela Díaz, Camila Duarte, Juana Cangaro e Milagros Díaz sono state arrestate in Brasile per gesti razzisti in campo, durante la gara di ieri contro il Grêmio nella Brasil Ladies Cup.
— Pallonate in Faccia (@pallonatefaccia) December 22, 2024
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াও ভিডিওতে দেখা গেছে, আর্জেন্টাইন নারী ফুটবলার কান্দেলা দিয়াজ কাউকে উদ্দেশ্য করে বানরের মতো অঙ্গভঙ্গি করছেন। এক বিবৃতিতে ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিও জানিয়েছে, তাদের খেলোয়াড়রা এক বল বয়কে সাহায্য করতে এগিয়ে আসার পর তাদের সঙ্গেও বর্ণবাদী আচরণ করা হয়।
বিষয়টি নিয়ে বিবৃতিতে দিয়েছে সেই চার নারী ফুটবলারের ক্লাব রিভার প্লেটও। বিবৃতিতে তারা খেলোয়াড়দের এমন বর্ণবাদী অঙ্গভঙ্গির নিন্দা জানানোর পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও জানিয়েছে। পাশাপাশি এই ধরনের আচরণ নির্মূলে একসঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেছে ক্লাবটি।
ক্রিফোস্পোর্টস/২৪ ডিসেম্বর ২৪/এজে